Ajker Patrika

বরিশালে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ, আহত ১০

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ১৮: ৩৩
বরিশালে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ, আহত ১০

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভায় এ হামলার ঘটনা ঘটে। 

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের অভিযোগ, ২০ মে বরিশালের জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা চলছিল। সভার শেষ দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লোহার রড, লাঠিসোঁটা ও জিআই পাইপ নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, ‘এ ধরনের হামলা সম্পর্কে আমি কিছুই শুনিনি।’ 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ দফা দাবি আদায়ে ২০ মে বরিশালে জেলা সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের বাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় বিএনপি নেতা-কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে ১০ নেতা-কর্মী আহত হন। 

আহতরা হলেন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেনের স্ত্রী মিলি বেগম (৫৫), পুত্র জহিরুল ইসলাম জনি (৩০), আগৈলঝাড়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মানিক ব্যাপারী (৪২), উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন মোল্লা (৪৫), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান (২৮), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খান (৪০), সদস্য মো. পলাশ হোসেন (৩৫), উপজেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সান্টু মোল্লা (৩৮), ছাত্রদলের সদস্য কাইয়ুম সিকদারসহ (১৮) আরও কয়েকজন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিএনপির সভায় কতিপয় যুবক ঢুকে গালিগালাজ করেছে। বড় ধরনের হামলার কোনো আলামত পাওয়া যায়নি।’

এদিকে উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত