নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ পরীক্ষার্থী। গতবছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা সামান্য কমেছে।
গতবছর পাশের হার ছিল ৯০ দশমিক ১৮ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩১১ জন। তবে বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন, এসএসসির এবারের ফলাফলের গুণগত মান বেড়েছে।
আজ রোববার ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের বলেন, ‘এবারে পরীক্ষার সময় বেশি ভিজিল্যান্স টিম থাকায় বিগত ৫ বছরের থেকে বহিষ্কারের সংখ্যাটা বেশি। সব মিলিয়ে ফলাফলের গুণগত মান বেড়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশে করেছে ৭৮ হাজার ১৯৭ জন।
পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এবছরও এগিয়ে। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ২ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৩০ জন।
অপরদিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৮৬ এবং জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ৩ হাজার ৫১৫ জন।
এ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৬ জন এবং পাস করেছেন ৩৫ হাজার ২৮২ জন। মেয়ে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৯১৫ জন।
বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৬৪ ভাগ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ দশমিক ৪১ এবং মানবিক বিভাগে ৮৫ দশমিক ৮১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ পরীক্ষার্থী। গতবছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা সামান্য কমেছে।
গতবছর পাশের হার ছিল ৯০ দশমিক ১৮ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩১১ জন। তবে বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন, এসএসসির এবারের ফলাফলের গুণগত মান বেড়েছে।
আজ রোববার ফলাফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের বলেন, ‘এবারে পরীক্ষার সময় বেশি ভিজিল্যান্স টিম থাকায় বিগত ৫ বছরের থেকে বহিষ্কারের সংখ্যাটা বেশি। সব মিলিয়ে ফলাফলের গুণগত মান বেড়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ৮৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশে করেছে ৭৮ হাজার ১৯৭ জন।
পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এবছরও এগিয়ে। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক শূন্য ২ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৩০ জন।
অপরদিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৮৬ এবং জিপিএ-৫ পেয়ে পাস করেছেন ৩ হাজার ৫১৫ জন।
এ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৬ জন এবং পাস করেছেন ৩৫ হাজার ২৮২ জন। মেয়ে পরীক্ষার্থী ৪৬ হাজার ৭১৮ জনের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৯১৫ জন।
বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৬৪ ভাগ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০ দশমিক ৪১ এবং মানবিক বিভাগে ৮৫ দশমিক ৮১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৪০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে