Ajker Patrika

মুলাদীতে কীটনাশক পানে স্কুলছাত্রীর মৃত্যু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৯: ০২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার বলছে, কীটনাশক পান করে সে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মরিয়ম ওই গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং নাজিরপুর ইউনিয়নের চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কী কারণে সে কীটনাশক পান করেছে, তা বলতে পারছে না তার পরিবার।

ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী জানান, বেশ কয়েক দিন ধরে তাঁর মেয়ে জ্বরে আক্রান্ত ছিল। গতকাল রাতে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মেয়ের মুখ থেকে কীটনাশকের গন্ধ পেয়ে থানায় সংবাদ দেন। পরে থানা-পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছাত্রীর লাশ উদ্ধার করে আজ সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত