Ajker Patrika

পটুয়াখালীতে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭ জন

প্রতিনিধি, পটুয়াখালী
আপডেট : ১১ জুলাই ২০২১, ১১: ৫৩
পটুয়াখালীতে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭ জন

পটুয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে একজনের মৃত্যু ও ৫৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু এবং ২৮৪২ জন আক্রান্ত হয়েছে। পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৭ জনের করোনা শনাক্ত হয় ও একজনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, কলাপাড়ায় ১৫ জন, দশমিনায় ১২ জন, গলাচিপায় ১ জন, বাউফলে ৬ জন, দুমকিতে ১ জন, মির্জাগঞ্জে উপজেলায় ১১ জন। 

করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৪২টি। বর্তমানে জেলায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে ৪০১ জন। হাসপাতালে আছে ১৪ জন এবং হোম আইসোলেশনে রয়েছে ৩৮৭ জন। 

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় জেলায় একজনের মৃত্যুসহ এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। আগের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সবাইকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে করোনা সংক্রমণের বিস্তার রোধ করা সম্ভব হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত