Ajker Patrika

বিচার চাওয়ায় মরিয়মকে খুন করে ধর্ষকেরা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯: ৩০
বিচার চাওয়ায় মরিয়মকে খুন করে ধর্ষকেরা

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বিধবা মরিয়ম বেগমকে (৪৩) খুন করে ধর্ষকেরা। পরে তাঁর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। মরিয়ম বেগমের খুনের ৪৮ ঘণ্টা পর গ্রেপ্তার হওয়া দুজনের বরাত দিয়ে আজ রোববার সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। 

গত বুধবার দিবাগত রাতে মরিয়ম বেগম বরিশালের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের নিজ বাড়িতে খুন হন। পরদিন সকাল ১০টার দিকে বাড়ির অদূরে সন্ধ্যা নদীসংলগ্ন খালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। বিধবা মরিয়ম বেগম ওই রাতে বাড়িতে একা ছিলেন। 

গ্রেপ্তার দুজন হলেন বাবুগঞ্জের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের আতাহার উদ্দিনের ছেলে সুমন ফকির (৩৫) ও একই এলাকার শয়ন চন্দ্র শীল (১৯)। শনিবার রাতে বাবুগঞ্জ থানা-পুলিশ তাঁদের নিজ নিজ দোকান থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন মরিয়ম বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। 

আসামিদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মরিয়ম বাড়িতে একা থাকার বিষয়টি তারা জানতে পারে। গভীর রাতে তারা ঘরে ঢুকে মরিয়মকে ধর্ষণ করে। এরপর মরিয়ম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেওয়ার কথা বলে। ধর্ষণের বিষয়টি প্রকাশ পাবে এমন আশঙ্কায় তারা মরিয়মকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে আনে। এরপর মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ বসতঘর থেকে ১০০ গজ দূরে নদীসংলগ্ন খালে ফেলে দেয়। 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁরা স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা জানিয়েছেন। স্বীকারোক্তি না দিলে দুজনের রিমান্ড আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত