Ajker Patrika

ধান কাটা আর হলো না কৃষকের

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৮: ০৮
ধান কাটা আর হলো না কৃষকের

পিরোজপুরের নাজিরপুরে খেতের ধান কাটতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল শেখ নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা কামরুলকে মৃত অবস্থায় উদ্ধার করি। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ভোরে তাঁর স্বামী কামরুল খেতের ধান কাটার উদ্দেশ্যে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাঁর ভাগনে আবুল বাশার গাজীর মাধ্যমে জানতে পারেন তিনি গাড়ির চাপায় মারা গেছেন।

নিহতের ভাগনে আবুল বাশার গাজী জানান, আজ সকালে কামরুল স্থানীয় বৈবুনিয়া মাঠে ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজসংলগ্ন এলাকায় পাটগাতীগামী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত