Ajker Patrika

যেসব অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন বরিশালের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ছাড়লেন তিন নেতা। মহানগর শাখার তিন নেতা আজ মঙ্গলবার পদ ত্যাগ করে আগের সংগঠন ছাত্র ফেডারেশনে ফিরে গেছেন। তাঁরা সাংগঠনিক অচলতা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতার জন্য বৈছাআ তাগের কথা বলেছেন।

পদত্যাগীরা হলেন বৈছাআর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা। তিনজনের পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম।

তিনজন যৌথ বিজ্ঞপ্তিতে জানান, লেজুড়বৃত্তিহীন রাজনীতির কথা বলে বৈছাআর যাত্রা শুরু হয়েছিল। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র-জনতার ঐক্য বিনাশ করেছেন। তাঁরা বিভিন্ন ইউনিটের নেতাদের এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদে যুক্ত হওয়ার চাপ দিচ্ছেন। এ ছাড়া বৈছাআর জেলা ও মহানগর নেতারা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ করেন পদত্যাগীরা। তাঁরা জানান, এসব কর্মকাণ্ডে গণ-অভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে তাঁরা বিব্রতবোধ করছেন।

এদিকে বৈছাআর মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, পদত্যাগী তিনজন জুলাই আন্দোলনের পর বৈছাআর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁদের কমিটিতে রাখা হলেও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন না। তাঁদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত