নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকায় লংমার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র টি এইচ ইরান। গত আড়াই মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এ সময় আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত আড়াই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এক দফা দাবি আমরা স্বতন্ত্র কাঠামো চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। ঢাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্ণপাত করেনি। কিছু দিন আগে আমরা সড়ক অবরোধ করায় পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এ জন্য আমরা নগরীতে বিক্ষোভ মিছিল করি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করা হবে। আমরা পরের অধীনে আর থাকতে চাই না।’
এর আগে তাঁরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকায় লংমার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র টি এইচ ইরান। গত আড়াই মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এ সময় আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত আড়াই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এক দফা দাবি আমরা স্বতন্ত্র কাঠামো চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। ঢাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্ণপাত করেনি। কিছু দিন আগে আমরা সড়ক অবরোধ করায় পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এ জন্য আমরা নগরীতে বিক্ষোভ মিছিল করি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করা হবে। আমরা পরের অধীনে আর থাকতে চাই না।’
এর আগে তাঁরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে