বরিশাল প্রতিনিধি
ঢাকা থেকে বরিশালগামী কুয়াকাটা-২ নামক যাত্রীবাহী লঞ্চের কর্মচারী কেবিনে নিহত শারমিন আক্তারকে (৩০) হত্যা করেছেন স্বামী মাসুদ হাওলাদার। সিসিটিভি ক্যামেরায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে স্বামীর সঙ্গে শারমিনকে লঞ্চে উঠতে দেখা গেছে এবং শুক্রবার ভোরে বরিশালে পৌঁছার পর মাসুদ হাওলাদার একা লঞ্চ থেকে নেমে যান। শারমিনের বাবা এনায়েত হোসেন শুক্রবার রাতে বরিশালে এসে লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শারমিনের স্বামী মাসুদ হাওলাদারকে চিহ্নিত এবং মেয়ের মরদেহ শনাক্ত করেন। মাসুদকে একমাত্র আসামি করে শুক্রবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন এনায়েত হাওলাদার।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করীম জানান, মাসুদ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি ঝালকাঠির পশ্চিম গোপালপুর এলাকার বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে।
শারমিনের বাবা এনায়েত হোসেন জানান, বিয়ের প্রভোলন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মাসুদ হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর মেয়ে শারমিন। পরে আদালতের সাজা থেকে রেহাই পেতে ২০১৯ সালের ১৭ নভেম্বর শারমিনকে বিয়ে করেন মাসুদ। তবে বিয়ের পর তাঁদের পারিবারিক অশান্তি ছিল। শারমিন বাবার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন না। তিনি ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি গার্মেন্টেসে চাকরি করতেন। তাঁদের ঢাকা থেকে বরিশালে আসার বিষয়টিও জানতেন না শারমিনের বাবা এনায়েত হোসেন।
শারমিনের চাচাতো ভাই আরিফুর রহমান বলেন, শুক্রবার বেলা ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে বরিশালে লঞ্চে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধারের খবর পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, মরদেহটি তাঁর বোন শারমিনের। শুক্রবার বরিশালে পৌঁছে মরদেহ শনাক্ত ও লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন শারমিনের সহযাত্রী ছিলেন তাঁর স্বামী মাসুদ হাওলাদার।
প্রসঙ্গত, কুয়াকাটা-২ নামক যাত্রীবাহী লঞ্চটি শুক্রবার ভোরে ঢাকা থেকে বরিশালে পৌঁছানোর পর কর্মচারী কেবিন থেকে শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তার আগেই সহযাত্রী মাসুদ হাওলাদার কেবিন বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান।
ঢাকা থেকে বরিশালগামী কুয়াকাটা-২ নামক যাত্রীবাহী লঞ্চের কর্মচারী কেবিনে নিহত শারমিন আক্তারকে (৩০) হত্যা করেছেন স্বামী মাসুদ হাওলাদার। সিসিটিভি ক্যামেরায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে স্বামীর সঙ্গে শারমিনকে লঞ্চে উঠতে দেখা গেছে এবং শুক্রবার ভোরে বরিশালে পৌঁছার পর মাসুদ হাওলাদার একা লঞ্চ থেকে নেমে যান। শারমিনের বাবা এনায়েত হোসেন শুক্রবার রাতে বরিশালে এসে লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শারমিনের স্বামী মাসুদ হাওলাদারকে চিহ্নিত এবং মেয়ের মরদেহ শনাক্ত করেন। মাসুদকে একমাত্র আসামি করে শুক্রবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন এনায়েত হাওলাদার।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করীম জানান, মাসুদ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি ঝালকাঠির পশ্চিম গোপালপুর এলাকার বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে।
শারমিনের বাবা এনায়েত হোসেন জানান, বিয়ের প্রভোলন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মাসুদ হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর মেয়ে শারমিন। পরে আদালতের সাজা থেকে রেহাই পেতে ২০১৯ সালের ১৭ নভেম্বর শারমিনকে বিয়ে করেন মাসুদ। তবে বিয়ের পর তাঁদের পারিবারিক অশান্তি ছিল। শারমিন বাবার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন না। তিনি ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি গার্মেন্টেসে চাকরি করতেন। তাঁদের ঢাকা থেকে বরিশালে আসার বিষয়টিও জানতেন না শারমিনের বাবা এনায়েত হোসেন।
শারমিনের চাচাতো ভাই আরিফুর রহমান বলেন, শুক্রবার বেলা ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে বরিশালে লঞ্চে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধারের খবর পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, মরদেহটি তাঁর বোন শারমিনের। শুক্রবার বরিশালে পৌঁছে মরদেহ শনাক্ত ও লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন শারমিনের সহযাত্রী ছিলেন তাঁর স্বামী মাসুদ হাওলাদার।
প্রসঙ্গত, কুয়াকাটা-২ নামক যাত্রীবাহী লঞ্চটি শুক্রবার ভোরে ঢাকা থেকে বরিশালে পৌঁছানোর পর কর্মচারী কেবিন থেকে শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তার আগেই সহযাত্রী মাসুদ হাওলাদার কেবিন বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
১ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৭ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে