Ajker Patrika

৯৯৯–এ ফোন, মেঘনায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন ট্রলারের ৬০ যাত্রী

ভোলা প্রতিনিধি
৯৯৯–এ ফোন, মেঘনায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন ট্রলারের ৬০ যাত্রী

ভোলার মেঘনা নদীতে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি ট্রলার। সেই সঙ্গে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন ট্রলারে থাকা ৬০ যাত্রী।

কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ৬০ জন যাত্রী নিয়ে ভোলা আসছিল ইঞ্জিনচালিত কাঠের ট্রলারটি। এটি মেঘনায় মাঝ নদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়ার উপক্রম হয়।

ট্রলারের এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁদের উদ্ধারের আকুতি জানান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা যাত্রীদের উদ্ধার করেন।

আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ট্রলারটি ভোলায় নিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। 

এদিকে আইন অমান্য করে ডেন্জার জোন ভোলা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী রুটে যাত্রী নিয়ে ট্রলার চালানোর দায়ে ট্রলারের মাঝি মো. মনির হোসেন (৩৪) ও সহযোগী মো. রাসেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত