Ajker Patrika

কুয়াকাটায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে প্রবারণা উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬: ৩১
কুয়াকাটায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে প্রবারণা উৎসব

আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে আনুষ্ঠানিকতা।

জানা গেছে, কুয়াকাটা ছাড়াও মহিপুরের অমখোলাপাড়া, মিশ্রিপাড়া, কলাচানপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ফানুস উৎসব। উৎসব উপলক্ষে গতকাল সকালে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর বিভিন্ন মন্দিরে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বুদ্ধের স্মরণে ফল ও হরেকরকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুদের প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। বৌদ্ধবিহারগুলোতে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নারী-পুরুষের সমাবেশ ঘটে।

ঢাকা থেকে কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা রাকিব-মিমি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এসে কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এই ফানুস উৎসব দেখে। আমাদের বাচ্চারা ফানুস ওড়ানো অনেক উপভোগ করেছে।’ 

কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহারের উত্তম ভিক্ষু বলেন, ‘আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা প্রবারণা উৎসব পালন করেছি। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবরদান উৎসব।’

উত্তম ভিক্ষু আরও বলেন, ‘এই দিনে বুদ্ধের কাছে আমাদের একটাই চাওয়া দেশ থেকে যেন সকল অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। পৃথিবীর সকল মানুষের জীবন কল্যাণময় হোক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত