আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে ইউপি নির্বাচনের জেরে তিন নৌকার সমর্থককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আমতলী উপজেলার চিলা বিশ্বাসের হাটে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের মো. মশিউর রহমান বিশ্বাস গত ২০ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মো. শহীদুল ইসলাম মৃধাকে সমর্থন দেন। স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিকের সমর্থক আলমগীর বেপারীর সঙ্গে মশিউরের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মশিউর রহমান বিশ্বাসকে একটি চায়ের দোকানে পেয়ে লোহার রড দিয়ে হামলা চালায় সাত-আটজনের একটি দল। খবর পেয়ে মশিউরের চাচা ও চাচাতো ভাই এগিয়ে আসে। হামলাকারীরা তাঁদের ওপরও হামলা করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত মশিউর রহমান অভিযোগ করে বলেন, 'ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আলমগীর বেপারীসহ কয়েকজনের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে আমাকে আলমগীর বেপারী, নিজাম গাজী, জাকির গাজী, মাসুদ খাঁন ও আবু বকর গাজী মিলে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমাকে রক্ষায় আমার চাচা ও চাচাতো ভাই এগিয়ে এলে তাদেরও পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।'
এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বেপারী অসুস্থতার কথা বলে ফোনের লাইন কেটে দেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মৃধা বলেন, 'ইউপি নির্বাচনের জেরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আমার তিন সমর্থককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।'
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, 'সাড়ে তিন মাস পরেও কী নির্বাচনের জের থাকতে পারে? সুবিধা নেওয়ার জন্য স্থানীয় গন্ডগোলকে নির্বাচনের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।'
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
আমতলীতে ইউপি নির্বাচনের জেরে তিন নৌকার সমর্থককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আমতলী উপজেলার চিলা বিশ্বাসের হাটে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের মো. মশিউর রহমান বিশ্বাস গত ২০ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মো. শহীদুল ইসলাম মৃধাকে সমর্থন দেন। স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিকের সমর্থক আলমগীর বেপারীর সঙ্গে মশিউরের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মশিউর রহমান বিশ্বাসকে একটি চায়ের দোকানে পেয়ে লোহার রড দিয়ে হামলা চালায় সাত-আটজনের একটি দল। খবর পেয়ে মশিউরের চাচা ও চাচাতো ভাই এগিয়ে আসে। হামলাকারীরা তাঁদের ওপরও হামলা করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত মশিউর রহমান অভিযোগ করে বলেন, 'ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আলমগীর বেপারীসহ কয়েকজনের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে আমাকে আলমগীর বেপারী, নিজাম গাজী, জাকির গাজী, মাসুদ খাঁন ও আবু বকর গাজী মিলে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমাকে রক্ষায় আমার চাচা ও চাচাতো ভাই এগিয়ে এলে তাদেরও পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।'
এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বেপারী অসুস্থতার কথা বলে ফোনের লাইন কেটে দেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মৃধা বলেন, 'ইউপি নির্বাচনের জেরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আমার তিন সমর্থককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।'
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, 'সাড়ে তিন মাস পরেও কী নির্বাচনের জের থাকতে পারে? সুবিধা নেওয়ার জন্য স্থানীয় গন্ডগোলকে নির্বাচনের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।'
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৯ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৯ মিনিট আগে