Ajker Patrika

কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ০৬
কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ

কলাপাড়ার মহিপুরে ৩০ মণ জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। শনিবার রাত ১০টায় শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো জাটকা ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোস্টগার্ড। 

কোস্টগার্ড জানায়, রাত ৯টার দিকে ইলিশভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ করা মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার ছাত্র ও অসহায় গরিবদের মধ্যে বিতরণ করা হয়। 

জব্দ করা ইলিশউল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এ সময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। 

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পরবর্তী সময়ে অবৈধ জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত