Ajker Patrika

শতাধিক পরিবারকে বিএমপি কমিশনারের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শতাধিক পরিবারকে বিএমপি কমিশনারের ঈদ উপহার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সৈয়দ হাতেম আলী কলেজসংলগ্ন চৌমাথায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চল এ আয়োজন করে।

অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য বিএমপি কমিশনার জিহাদুল কবিরের নেতৃত্বে এই উপহার দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের সদস্যরা সুবিধাবঞ্চিত এসব মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কৃষিবিদ হীরামন লালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অ্যাসোসিয়েশনের সদস্যরা।

কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম, বরিশাল বাংলালিংকের ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান, ফরেস্ট অফিসার তন্ময় দে, কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত