Ajker Patrika

পাথরঘাটায় চুরি করা অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে আটক ৩ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩১
পাথরঘাটায় চুরি করা অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে আটক ৩ 

বরগুনার পাথরঘাটায় চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তিন যুবক। পরে গণধোলাই দিয়ে তাঁদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটক ব্যাক্তিরা হলেন নাচনাপাড়া ইউনিয়নের শতকর এলাকার দুলাল (২৬), একই ইউনিয়নের অলিউল্লাহ (২১) ও আনোয়ার শাহিন (১৮)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হারুন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। বিষয়টি গতকাল শুক্রবার সকালে এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর দুপুরের দিকে চুরি করা অটোরিকশা নিয়ে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন আটক আসামিরা। পথে দুর্ঘটনাবশত অটোরিকশা উল্টে যায়। উদ্ধার করতে গিয়ে আগের রাতে চুরি হওয়া অটোরিকশাটি নজরে আসে স্থানীয়দের। এরপর স্থানীয়রা তাঁদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা জব্দ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা অটোরিকশা ছাড়াও এই এলাকায় আরও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত