নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে বরিশাল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাসিন্দা।
এদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে মুসল্লিদের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ দেখান। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় আলেম-ওলামারা দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সড়ক অবরোধের খবরে সকাল ৮টায় ঘটনাস্থেল আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। তিনি বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আইনের মাধ্যমে তাঁর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বরিশালের বাকেরগঞ্জে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে বরিশাল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাসিন্দা।
এদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে মুসল্লিদের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ দেখান। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় আলেম-ওলামারা দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সড়ক অবরোধের খবরে সকাল ৮টায় ঘটনাস্থেল আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। তিনি বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আইনের মাধ্যমে তাঁর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ, তুই দেহিস।’
৩১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে