Ajker Patrika

মুলাদীতে বাবা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে বাবা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

বরিশালের মুলাদীতে বাবা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন-চিলমারী গ্রামের লোকমান খান, তাঁর মেয়ে সাবিনা বেগম এবং জামাতা মোশাররফ হোসেন। গাছকাটাকে কেন্দ্র করে লোকমান খানের ভাই ফরহাদ খান ও তাঁর ছেলেরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতরা। 

লোকমান খান জানান, দীর্ঘ দিন ধরে তাঁর ছোট ভাই ফরহাদ খানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় সালিস বৈঠক ও সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়। এতে লোকমান খানের ভোগ দখলীয় জমি ফরহাদ খানের ভাগে পড়ে। জমিতে থাকা গাছের পরিবর্তে লোকমান খানকে ৪ হাজার টাকা দেওয়ার অনুরোধ করেন সালিসরা। টাকা না দিলে লোকমান খান গাছ কেটে নিতে পারবেন শর্ত দেওয়া হয়। 

কয়েক বার চাওয়ার পরেও ফরহাদ খান গাছের পরিবর্তে লোকমান খানকে টাকা দেয়নি। তাই তিনি আজ শনিবার বেলা ১২টার দিকে তাঁর লাগানো গাছ কাটতে যান। এ সময় ফরহাদ খান, তাঁর ছেলে ইকবাল খান, ইমরান খান ও তাঁদের লোকজন লোকমান খানের ওপর হামলা চালায়। সাবিনা বেগম বাবাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় সাবিনার স্বামী মোশাররফ হোসেনকেও কুপিয়ে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসে। পরে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মাইনুল হাসান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার পর থেকে ফরহাদ খানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাকসুদুর রহমান বলেন, ‘হামলা চালিয়ে তিনজনকে আহত করার বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত