ভোলা প্রতিনিধি
ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কাঁকড়া। এ কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ। এদিকে বিরল প্রজাতির এ কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
গত বুধবার ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি।
ফারুক মাঝি বলেন, ‘প্রতিদিনের মতো ওই দিনও মাছ ধরতে মেঘনা নদীতে জাল ফেলি। নৌকায় জাল তোলার সময় বিরল প্রজাতির এই কাঁকড়াটি দেখতে পাই। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানি রেখে সেটার মধ্যে গত ছয় দিন ধরে রেখে দিই। এখনো সেটি জীবিত অবস্থায় আছে।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই অনেক টাকায় বিক্রির আশায় এখনো রেখে দিয়েছি। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম নিয়ে লোক মুখে যা শোনা যায় সেগুলো গুজব। এর তেমন কোনো দাম নেই।
ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কাঁকড়া। এ কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ। এদিকে বিরল প্রজাতির এ কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
গত বুধবার ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি।
ফারুক মাঝি বলেন, ‘প্রতিদিনের মতো ওই দিনও মাছ ধরতে মেঘনা নদীতে জাল ফেলি। নৌকায় জাল তোলার সময় বিরল প্রজাতির এই কাঁকড়াটি দেখতে পাই। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানি রেখে সেটার মধ্যে গত ছয় দিন ধরে রেখে দিই। এখনো সেটি জীবিত অবস্থায় আছে।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই অনেক টাকায় বিক্রির আশায় এখনো রেখে দিয়েছি। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম নিয়ে লোক মুখে যা শোনা যায় সেগুলো গুজব। এর তেমন কোনো দাম নেই।
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও রয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
১ মিনিট আগেমোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১ ঘণ্টা আগে