Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২১ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

প্রতিনিধি
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২১ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ঘটনার চার ঘণ্টা পরে ২১ জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে ট্রলারডুবির ঘটনাটি ঘটে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী আজ বিকেলে জানান, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারে করে জেলেরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার চার ঘণ্টা পরে ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাকি তিনজন জেলেসহ ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলারডুবির খবর পাওয়া মাত্রই জিসান নামের একটি ট্রলার নিয়ে আমাদের ফোর্স সাগরের গেছে। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। আশা করছি বাকি তিনজনকেও উদ্ধারে সক্ষম হব।

গভীর সমুদ্রে ৬৫ দিনের মৎস্য অবরোধ চলাকালে কীভাবে গভীর সমুদ্রে এখন মাছধরার ট্রলার অবস্থান করছে এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড কমান্ডার জানান, তাঁদের চোখ ফাঁকি দিয়ে অসাধু জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরছে। তবে তাঁদের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত