নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেধিতেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। কে আগে ফুল দেবে, তা নিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ভাষাশহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হিজলা উপজেলা প্রশাসন, হিজলা থানা, নৌ পুলিশ, আনসার, হিজলা সরকারি ডিগ্রি কলেজ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা বিএনপিকে শ্রদ্ধা নিবেদনের জন্যে আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোকন দফতরিসহ তাঁর অনুসারীরা শহীদ মিনারে উঠে ফুল দিতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারও তাঁর অনুসারীদের নিয়ে শহীদ মিনারে উঠে পড়েন।
গাফফার তালুকদারের অনুসারী যুবদল নেতা মো. বশির দাবি করেন, বিএনপির আহ্বায়কের আগে সদস্যসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কেন ফুল দেবেন, তা নিয়ে প্রতিবাদ করতে গেলে মনির দেওয়ানের লোকেরা বিশৃঙ্খলা করে। এ সময় মনির ও খোকনের সমর্থক হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহাসিন সিকদার এবং যুবদলের সদস্যসচিব আমির হোসেন বাঘাসহ তাঁর অনুসারীরা বেধিতে বশিরসহ গাফফার তালুকদারের অনুসারীদের প্রতি চড়াও হন। শুরু হয় এলোপাতাড়ি চড়-থাপ্পড়, লাথি-ঘুষি। এতে লাঞ্ছিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারসহ জ্যেষ্ঠ নেতারা। একপর্যায়ে গাফফার তালুকদারের অনুসারী হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খানসহ তালুকদারের অনুসারীরাও প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস হোসেন বিএনপির নেতা গাফফার তালুকদারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার বলেন, উপস্থাপক ভুল করে অন্য সংগঠনকে ফুল দিতে ডাকে, বিএনপিকে ডাকেনি। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে অবশ্য বিএনপির দুই পক্ষ একসঙ্গে ফুল দিয়েছে।
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান বলেন, উপস্থাপকের ফুল দিতে আহ্বান করা সঠিক হয়নি। এ নিয়ে কর্মীরা হইচই করেছেন। বিএনপি শেষে একসঙ্গে ফুল দিয়েছে। ঘটনার প্রথম দিকে পুলিশ কিছুটা নীরব থাকলেও পরে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে হিজলার ইউএনওর মধ্যস্থতায় তাঁর কার্যালয়ে এ ঘটনার সমঝোতা হয়।
এ ব্যাপারে হিজলা থানার ওসি বলেন, মূলত উপস্থাপক ভুল করে হিজলা বিএনপির সদস্যসচিবসহ তাঁর লোকজনকে আগে ফুল দিতে ডাকেন। কিন্তু প্রথমে ডাকার কথা ছিল আহ্বায়ককে। এ নিয়ে দুই পক্ষে হট্টগোল বেধেছে। পরে অবশ্য ইউএনও স্যার সমঝোতা করে দিয়েছেন।
বরিশালের হিজলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেধিতেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। কে আগে ফুল দেবে, তা নিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ভাষাশহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হিজলা উপজেলা প্রশাসন, হিজলা থানা, নৌ পুলিশ, আনসার, হিজলা সরকারি ডিগ্রি কলেজ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা বিএনপিকে শ্রদ্ধা নিবেদনের জন্যে আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোকন দফতরিসহ তাঁর অনুসারীরা শহীদ মিনারে উঠে ফুল দিতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারও তাঁর অনুসারীদের নিয়ে শহীদ মিনারে উঠে পড়েন।
গাফফার তালুকদারের অনুসারী যুবদল নেতা মো. বশির দাবি করেন, বিএনপির আহ্বায়কের আগে সদস্যসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কেন ফুল দেবেন, তা নিয়ে প্রতিবাদ করতে গেলে মনির দেওয়ানের লোকেরা বিশৃঙ্খলা করে। এ সময় মনির ও খোকনের সমর্থক হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহাসিন সিকদার এবং যুবদলের সদস্যসচিব আমির হোসেন বাঘাসহ তাঁর অনুসারীরা বেধিতে বশিরসহ গাফফার তালুকদারের অনুসারীদের প্রতি চড়াও হন। শুরু হয় এলোপাতাড়ি চড়-থাপ্পড়, লাথি-ঘুষি। এতে লাঞ্ছিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারসহ জ্যেষ্ঠ নেতারা। একপর্যায়ে গাফফার তালুকদারের অনুসারী হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খানসহ তালুকদারের অনুসারীরাও প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস হোসেন বিএনপির নেতা গাফফার তালুকদারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার বলেন, উপস্থাপক ভুল করে অন্য সংগঠনকে ফুল দিতে ডাকে, বিএনপিকে ডাকেনি। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে অবশ্য বিএনপির দুই পক্ষ একসঙ্গে ফুল দিয়েছে।
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ান বলেন, উপস্থাপকের ফুল দিতে আহ্বান করা সঠিক হয়নি। এ নিয়ে কর্মীরা হইচই করেছেন। বিএনপি শেষে একসঙ্গে ফুল দিয়েছে। ঘটনার প্রথম দিকে পুলিশ কিছুটা নীরব থাকলেও পরে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে হিজলার ইউএনওর মধ্যস্থতায় তাঁর কার্যালয়ে এ ঘটনার সমঝোতা হয়।
এ ব্যাপারে হিজলা থানার ওসি বলেন, মূলত উপস্থাপক ভুল করে হিজলা বিএনপির সদস্যসচিবসহ তাঁর লোকজনকে আগে ফুল দিতে ডাকেন। কিন্তু প্রথমে ডাকার কথা ছিল আহ্বায়ককে। এ নিয়ে দুই পক্ষে হট্টগোল বেধেছে। পরে অবশ্য ইউএনও স্যার সমঝোতা করে দিয়েছেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে