Ajker Patrika

আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিলেন জামায়াত নেতা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. খোকন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. খোকন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা জামায়াতের শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তাঁকে পুলিশে ধরিয়ে দেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা খোকন হোসেনকে শুক্রবার দিবাগত রাতে বেতাগী সানকিপুর বাজারে চায়ের দোকানে আটক করেন জামায়াত নেতা তরিকুল ইসলাম। আটকের পর দশমিনা থানায় ফোন করে জানান। পরে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

২০২২ সালের বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর ও লুটপাটে বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে খোকন হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা খোকনকে শুক্রবার দিবাগত রাতে চায়ের দোকানে জামায়াত নেতা তরিকুল ইসলাম আটক করেন। পরে পুলিশ জানতে পেরে তাঁকে নিয়ে আসে। বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত