বিশেষ প্রতিনিধি, বরিশাল থেকে
আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
ইকবাল হোসেন বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, যা বরিশালবাসীর চোখে ধরা পড়ছে।
তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে বিনীত অনুরোধ করব, তিনি যেন বিষয়টি লক্ষ রাখেন। আর যারা এই দৌড়ঝাঁপ করছেন, তাঁদের বলব আপনারা জনগণের বিপক্ষে যাবেন না। জনগণের বিপক্ষে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না।’
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, ‘দুবার লিখিত অভিযোগ দিয়েছি। কোনো উত্তর পাইনি। এখন পর্যন্ত এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হইনি। তবে টুকিটাকি বাধা-ভয়ভীতি দেখানো হচ্ছে। ’
সিটি করপোরেশনের বর্ধিত এলাকার বিষয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, বর্ধিত এলাকা এখনো গ্রাম। সিটি করপোরেশন হয়নি। শুধু শুধু লোকজনের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এই এলাকার আমূল পরিবর্তন করতে দরকার একটি মহাপরিকল্পনা এবং অর্থ। নির্বাচিত হলে মহাপরিকল্পনা করে সে অনুযায়ী টাকার সংস্থান করা হবে।
প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। প্রচার শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২টায়। শেষ সময়েও বরিশালে মেয়র পদে আলোচনায় থাকা চার প্রার্থীর প্রচারে রয়েছে ভিন্নতা। কোনো প্রার্থী প্রচারে সরব, পোস্টার-মাইকিংয়ে ক্ষণে ক্ষণে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। আবার কোনো প্রার্থী অনেকটা চুপিসারে ভোটারদের কাছে যাচ্ছেন।
আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
ইকবাল হোসেন বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, যা বরিশালবাসীর চোখে ধরা পড়ছে।
তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে বিনীত অনুরোধ করব, তিনি যেন বিষয়টি লক্ষ রাখেন। আর যারা এই দৌড়ঝাঁপ করছেন, তাঁদের বলব আপনারা জনগণের বিপক্ষে যাবেন না। জনগণের বিপক্ষে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না।’
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, ‘দুবার লিখিত অভিযোগ দিয়েছি। কোনো উত্তর পাইনি। এখন পর্যন্ত এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হইনি। তবে টুকিটাকি বাধা-ভয়ভীতি দেখানো হচ্ছে। ’
সিটি করপোরেশনের বর্ধিত এলাকার বিষয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, বর্ধিত এলাকা এখনো গ্রাম। সিটি করপোরেশন হয়নি। শুধু শুধু লোকজনের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এই এলাকার আমূল পরিবর্তন করতে দরকার একটি মহাপরিকল্পনা এবং অর্থ। নির্বাচিত হলে মহাপরিকল্পনা করে সে অনুযায়ী টাকার সংস্থান করা হবে।
প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। প্রচার শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২টায়। শেষ সময়েও বরিশালে মেয়র পদে আলোচনায় থাকা চার প্রার্থীর প্রচারে রয়েছে ভিন্নতা। কোনো প্রার্থী প্রচারে সরব, পোস্টার-মাইকিংয়ে ক্ষণে ক্ষণে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। আবার কোনো প্রার্থী অনেকটা চুপিসারে ভোটারদের কাছে যাচ্ছেন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৪ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৭ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৫ মিনিট আগে