Ajker Patrika

আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, অভিযোগ জাপার মেয়র প্রার্থী

বিশেষ প্রতিনিধি, বরিশাল থেকে
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৭: ১৩
আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, অভিযোগ জাপার মেয়র প্রার্থী

আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

ইকবাল হোসেন বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর একজন বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছে, যা বরিশালবাসীর চোখে ধরা পড়ছে।

তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে বিনীত অনুরোধ করব, তিনি যেন বিষয়টি লক্ষ রাখেন। আর যারা এই দৌড়ঝাঁপ করছেন, তাঁদের বলব আপনারা জনগণের বিপক্ষে যাবেন না। জনগণের বিপক্ষে গেলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না।’ 

নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, ‘দুবার লিখিত অভিযোগ দিয়েছি। কোনো উত্তর পাইনি। এখন পর্যন্ত এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হইনি। তবে টুকিটাকি বাধা-ভয়ভীতি দেখানো হচ্ছে। ’

সিটি করপোরেশনের বর্ধিত এলাকার বিষয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, বর্ধিত এলাকা এখনো গ্রাম। সিটি করপোরেশন হয়নি। শুধু শুধু লোকজনের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। এই এলাকার আমূল পরিবর্তন করতে দরকার একটি মহাপরিকল্পনা এবং অর্থ। নির্বাচিত হলে মহাপরিকল্পনা করে সে অনুযায়ী টাকার সংস্থান করা হবে। 

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। প্রচার শেষ হবে আগামীকাল শনিবার রাত ১২টায়। শেষ সময়েও বরিশালে মেয়র পদে আলোচনায় থাকা চার প্রার্থীর প্রচারে রয়েছে ভিন্নতা। কোনো প্রার্থী প্রচারে সরব, পোস্টার-মাইকিংয়ে ক্ষণে ক্ষণে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। আবার কোনো প্রার্থী অনেকটা চুপিসারে ভোটারদের কাছে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত