Ajker Patrika

পিরোজপুরে নিখোঁজ কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে নিখোঁজ কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার

পিরোজপুরে নিখোঁজ এক স্কুলছাত্রীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পিরোজপুর পুলিশ সুপারের তত্ত্বাবধানে উদ্ধার স্কুলছাত্রীকে তার অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান। 

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় চাঁদমারি এলাকা থেকে রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ওই ছাত্রী পিরোজপুরের একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

স্কুলছাত্রীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামাজপুরের হোরের হাওলা এলাকায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে কোনো সন্ধান না পাওয়ায় তার স্বজনেরা পুলিশ সুপারের কার্যালয় আসেন এবং পুলিশের শরণাপন্ন হয়। তাৎক্ষণিক পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান জানান তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় বরিশাল চাঁদমারী এলাকা থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে আজ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

নিখোঁজ মেয়েকে পেয়ে খুশি তার পরিবার। এ সময় তাঁরা পিরোজপুর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত