Ajker Patrika

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: এবার দৌলতখানে ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৪: ০৮
সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: এবার দৌলতখানে ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (১৯ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের এই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়। 

অব্যাহতি পেয়েছেন দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেরাব হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজ।

 জানা গেছে, সাঈদীর মৃত্যুর সংবাদে উপজেলা ছাত্রলীগের এসব নেতা তাঁদের ফেসবুক ওয়ালে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কেউ কেউ লেখেন, ‘নক্ষত্রের বিদায়ে ভূমিকম্প হলো। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুণ।’ এর পরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির বিষয়টি জানানো হয়। 

ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত