বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই আজ রোববার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর নাম ইমা আক্তার। সে হোসনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়াকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পড়া জিজ্ঞাসা করেন। এ সময় সে ধীর গতিতে পড়া দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধর ও গালিগালাজ করেন।
মারধরের একপর্যায়ে সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিক্ষার্থী ইমার জ্ঞান ফিরলে স্কুলের অফিস সহায়কের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে শিক্ষার্থী বাসায় এসে বমি করে। তার মা বমির কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী সব ঘটনা খুলে বলে। এরপর সন্ধ্যায় তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা শিরিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের শাসন করতেই পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে বেতের লাঠি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন শিক্ষক কীভাবে বেত দিয়ে আঘাত করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে শাসনের নামে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মেয়েটির পশ্চাৎদেশে জখম রয়েছে। সে দাঁড়াতে পারছে না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে পেটানো হয়নি। শুধু তিরস্কার করা হয়েছে। এরবেশি কিছু নয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার বেতাগী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই আজ রোববার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর নাম ইমা আক্তার। সে হোসনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়াকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পড়া জিজ্ঞাসা করেন। এ সময় সে ধীর গতিতে পড়া দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বেতের লাঠি দিয়ে বেধড়ক মারধর ও গালিগালাজ করেন।
মারধরের একপর্যায়ে সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিক্ষার্থী ইমার জ্ঞান ফিরলে স্কুলের অফিস সহায়কের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে শিক্ষার্থী বাসায় এসে বমি করে। তার মা বমির কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী সব ঘটনা খুলে বলে। এরপর সন্ধ্যায় তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা শিরিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের শাসন করতেই পারেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে বেতের লাঠি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন শিক্ষক কীভাবে বেত দিয়ে আঘাত করে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে শাসনের নামে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মেয়েটির পশ্চাৎদেশে জখম রয়েছে। সে দাঁড়াতে পারছে না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে পেটানো হয়নি। শুধু তিরস্কার করা হয়েছে। এরবেশি কিছু নয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৪০ মিনিট আগে