গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে মা-ছেলেসহ ৩ জনকে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মা বাদী হয়ে আজ শুক্রবার চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ মামলার ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে গুরুতর আহত অবস্থায় মা-ছেলেসহ তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নিলয় হাওলাদার (১৭), তার মা রুমা বেগম (৩৫) ও তার চাচা তরিকুল ইসলাম হাওলাদার (২৯)।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান পিকলু গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পলাশ (২৭) ও মো. রুবেল (২৮)।
স্থানীয় লোকজন ও দলীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সঙ্গে গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী সদস্য মো. জিয়া সরদারের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে এরই মধ্যে একাধিকবার উভয়ের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য মো. জিয়া সরদারের সমর্থক ও তাঁর মামাতো ভাই আহত মো. নিলয় হাওলাদার অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার আমার মোটরসাইকেলে মা ও চাচাকে নিয়ে মাহিলাড়া ডিগ্রী কলেজে ভর্তির আলোচনার জন্য বাড়ি পিংলাকাঠি থেকে মাহিলাড়া কলেজে রওনা হই। ওই দিন সকাল সোয়া ১১টায় মাহিলাড়া ডিগ্রী কলেজের সামনে সেতুর গোড়ায় মন্দিরের সামনে পৌঁছালে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু আমার মোটরসাইকেলের পথরোধ করে আমার পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার একপর্যায়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা জিয়া আমার কি হয় জানতে চান। পরে জিয়া আমার ফুপাতো ভাই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান পিকলু লাথি মেরে মোটরসাইকেল থেকে আমাদের তিনজনকে ফেলে দেয়। এ সময় আমি, মা ও আমার চাচা মাটিতে পড়ে যাই। পরবর্তীতে উঠে দাঁড়াতেই চেয়ারম্যান পিকলুর নেতৃত্বে সন্ত্রাসী পলাশ ও রুবেলসহ ৯-১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। এ সময় আমাকে রক্ষায় মা ও চাচা তরিকুল ইসলাম এগিয়ে এলে তাঁদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত নিলয় হাওলাদারের মা রুমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে নিলয়কে মারতে মারতে অজ্ঞান করে ফেললে আমি চেয়ারম্যান পিকলুর পা ধরে প্রাণ ভিক্ষা চাই। এ সময় পিকলু চেয়ারম্যান আমাকে লাথি মেরে ফেলে দেয় এবং পিটিয়ে জখম করে আমার পড়নের বোরকা ছিঁড়ে ফেলেছে। একপর্যায়ে আমার ছেলের মোটরসাইকেলটি ভ্যানে তুলে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়ে সম্পূর্ণ ভস্ম করেছে। শত শত মানুষ এ দৃশ্য দেখলেও চেয়ারম্যানের ভয়ে আমাদের রক্ষায় কেউ এগিয়ে আসেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈকত গুহ পিকলু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলা মারধরের কোনো ঘটনা ঘটেনি এবং আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি নববর্ষের শোভাযাত্রার র্যালিতে থাকা এক ছাত্রীকে নিলয় নামে এক বখাটে উত্ত্যক্ত করেছে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে মারধর করেছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় নিলয় হাওলাদারের মা-রুমা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার এজাহার নামার আসামি পলাশ ও মো. রুবেলকে গ্রেপ্তার করেছে।’
বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে মা-ছেলেসহ ৩ জনকে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মা বাদী হয়ে আজ শুক্রবার চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ মামলার ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে গুরুতর আহত অবস্থায় মা-ছেলেসহ তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নিলয় হাওলাদার (১৭), তার মা রুমা বেগম (৩৫) ও তার চাচা তরিকুল ইসলাম হাওলাদার (২৯)।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান পিকলু গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পলাশ (২৭) ও মো. রুবেল (২৮)।
স্থানীয় লোকজন ও দলীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সঙ্গে গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রভাবশালী সদস্য মো. জিয়া সরদারের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে এরই মধ্যে একাধিকবার উভয়ের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য মো. জিয়া সরদারের সমর্থক ও তাঁর মামাতো ভাই আহত মো. নিলয় হাওলাদার অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার আমার মোটরসাইকেলে মা ও চাচাকে নিয়ে মাহিলাড়া ডিগ্রী কলেজে ভর্তির আলোচনার জন্য বাড়ি পিংলাকাঠি থেকে মাহিলাড়া কলেজে রওনা হই। ওই দিন সকাল সোয়া ১১টায় মাহিলাড়া ডিগ্রী কলেজের সামনে সেতুর গোড়ায় মন্দিরের সামনে পৌঁছালে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু আমার মোটরসাইকেলের পথরোধ করে আমার পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার একপর্যায়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা জিয়া আমার কি হয় জানতে চান। পরে জিয়া আমার ফুপাতো ভাই পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান পিকলু লাথি মেরে মোটরসাইকেল থেকে আমাদের তিনজনকে ফেলে দেয়। এ সময় আমি, মা ও আমার চাচা মাটিতে পড়ে যাই। পরবর্তীতে উঠে দাঁড়াতেই চেয়ারম্যান পিকলুর নেতৃত্বে সন্ত্রাসী পলাশ ও রুবেলসহ ৯-১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। এ সময় আমাকে রক্ষায় মা ও চাচা তরিকুল ইসলাম এগিয়ে এলে তাঁদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত নিলয় হাওলাদারের মা রুমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে নিলয়কে মারতে মারতে অজ্ঞান করে ফেললে আমি চেয়ারম্যান পিকলুর পা ধরে প্রাণ ভিক্ষা চাই। এ সময় পিকলু চেয়ারম্যান আমাকে লাথি মেরে ফেলে দেয় এবং পিটিয়ে জখম করে আমার পড়নের বোরকা ছিঁড়ে ফেলেছে। একপর্যায়ে আমার ছেলের মোটরসাইকেলটি ভ্যানে তুলে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়ে সম্পূর্ণ ভস্ম করেছে। শত শত মানুষ এ দৃশ্য দেখলেও চেয়ারম্যানের ভয়ে আমাদের রক্ষায় কেউ এগিয়ে আসেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈকত গুহ পিকলু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলা মারধরের কোনো ঘটনা ঘটেনি এবং আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি নববর্ষের শোভাযাত্রার র্যালিতে থাকা এক ছাত্রীকে নিলয় নামে এক বখাটে উত্ত্যক্ত করেছে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে মারধর করেছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় নিলয় হাওলাদারের মা-রুমা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার এজাহার নামার আসামি পলাশ ও মো. রুবেলকে গ্রেপ্তার করেছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে