Ajker Patrika

বরিশালে তোপের মুখে জেলা বিএনপির আহ্বায়ক , ‘ভুয়া’ বললেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৯: ৫৫
বরিশালে তোপের মুখে জেলা বিএনপির আহ্বায়ক , ‘ভুয়া’ বললেন কর্মীরা

বরিশালে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা চলাকালে তোপের মুখে পড়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড মজিবর রহমান নান্টু। এ সময় দলীয় কর্মকাণ্ড সমন্বয় না করার অভিযোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা নান্টুকে উদ্দেশ্য ‘ভুয়া ভুয়া’ বলে ওঠেন। এ নিয়ে সভার কার্যক্রমে ছন্দপতন ঘটে।

আজ শনিবার বিকেল ৩টায় বিএনপির গণসমাবেশ সফলে নগরের দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় জেলা দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  অ্যাড. মজিবর রহমান নান্টু।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রস্তুতি সভা শুরু হওয়ার পর বিকেল পৌনে ৪টায় সভাস্থলে প্রবেশ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের নেতৃত্বে একদল নেতা-কর্মী। এ সময় যুবদল নেতা তছলিম বিএনপি নেতা নান্টুকে উদ্দেশ্য করে বলেন, ‘৩০ বছর পর আপনি দলের দায়িত্ব পেয়েছেন। কিন্তু সবাইকে নিয়ে সমন্বয় করেন না। সাংগঠনিক টিম করেছেন, তাঁরা কারা। আমাদের মূল্যায়ন করেন না।’ এ সময় নেতা–কর্মীরা নান্টুকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে ওঠেন।

এরপর ওই সময় তছলিম বলেন, ‘রিজভী ভাই আমাকে বিএনপিতে সদস্য রাখতে বললেও রাখেননি। আমাকে দেখলে কী গাত্রদাহ হয়? এখানে যুবদল ব্যানার দিয়েছে। কিন্তু সেই ব্যানার খোলার চেষ্টা করেছেন কেন আপনি?’ তসলিম জানতে চান কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা জাকির হোসেন নান্নু কে? তাকে কেন থানা, ইউনিয়নের সভায় রাখেন? এ সময় নেতা-কর্মীরা ‘ভুয়া ভুয়া’ বলে ক্ষোভ প্রকাশ করেন। প্রায় ১৫ মিনিট এমন হট্টগোল চললে প্রস্তুতি সভা থমকে যায়।

জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন, ‘তিনি (নান্টু) বিএনপির আহ্বায়ক । আমাদের নানা দাবি তার কাছেই তো থাকবে। তিনি যতখানি সমন্বয় করা উচিত তেমনটা করেনি। আমরা তাঁকে ভুল ধরিয়ে দিয়েছি। আমাদের সমন্বয় করেন না, সফর সঙ্গী করেন না।’

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক  অ্যাড. মজিবর রহমান নান্টুর কাছে এ বিষয়ে জানতে কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আক্তার হোসেন মেবুল বলেন, ‘তারা এসে দাওয়াত দেওয়া নিয়ে আহ্বায়কের সঙ্গে বাগ্‌বিতণ্ডে লিপ্ত হন। এ নিয়ে উচ্চ স্বরে কথা-কাটাকাটি হয়েছে। কোনো ঝামেলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত