আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ চারজনকে জুয়ার আসর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
আজ শুক্রবার পুলিশ তাঁদের আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতে পাঠায়। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান গত কয়েক বছর ধরে এলাকায় জুয়ার দল গঠন করে জুয়া খেলে আসছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দরের একটি ঘরে ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৮-১০ জনে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে গ্রেপ্তার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইউসুফ ও আব্দুল আউয়াল নামের আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের কাছে থাকা তাস ও নগদ টাকা জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় ইউপি সদস্য সোলেমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান জাতীয় সংসদ নিবার্চন চলাকালীন সময়ে তারিকাটা সাকুরা পরিবহন গাড়ী পোড়ানো মামলার ৫৮ নম্বর এজাহারভুক্ত আসামি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন এলাকায় জুয়াসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া দুই ইউপি সদস্যসহ চার জনকে আদালতে পাঠানো হয়েছে। পরে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ চারজনকে জুয়ার আসর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
আজ শুক্রবার পুলিশ তাঁদের আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতে পাঠায়। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান গত কয়েক বছর ধরে এলাকায় জুয়ার দল গঠন করে জুয়া খেলে আসছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর বন্দরের একটি ঘরে ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৮-১০ জনে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে গ্রেপ্তার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইউসুফ ও আব্দুল আউয়াল নামের আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের কাছে থাকা তাস ও নগদ টাকা জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় ইউপি সদস্য সোলেমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান জাতীয় সংসদ নিবার্চন চলাকালীন সময়ে তারিকাটা সাকুরা পরিবহন গাড়ী পোড়ানো মামলার ৫৮ নম্বর এজাহারভুক্ত আসামি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন এলাকায় জুয়াসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া দুই ইউপি সদস্যসহ চার জনকে আদালতে পাঠানো হয়েছে। পরে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩২ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে