Ajker Patrika

পাথরঘাটায় বিএনপির ১২ নেতার পদত্যাগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় বিএনপির ১২ নেতার পদত্যাগ

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১২ নেতা পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, সম্মেলন না করেই টাকার বিনিময়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি রাতের আঁধারে এই কমিটি ঘোষণা করেছে। আজ বুধবার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পদত্যাগকারী নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, আব্দুল মন্নান মুন্সী ও মো. দুলাল এবং ১ নম্বর সদস্য জাকির হোসেন মুন্সী, ৯ নম্বর সদস্য মো. সুমন মিয়া, ১০ নম্বর সদস্য শাহ্ জালাল, ১১ নম্বর সদস্য মো. ছগির হোসেন, ১২ নম্বর সদস্য মো. জাফর হাওলাদার, ১৩ নম্বর সদস্য মালা বেগম, ১৪ নম্বর সদস্য মো. ছগির হোসেন ও ১৫ নম্বর সদস্য মো. আবু ছালেহ।

পদত্যাগকারী নেতা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে টাকার বিনিময়ে সম্মেলন না করেই ইউনিয়ন কমিটি ঘোষণা হবে, এটা মানা যায় না। যাঁরা কোনো দিন দলের সঙ্গে যোগাযোগ করেনি, দলীয় কার্যালয়ে আসেনি, তাঁদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি পরিচালিত হতে পারে না। তাই ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১২ জন পদত্যাগ করেছি।’

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি ঘোষণায় অর্থ লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। যাঁরা ত্যাগী তাঁদেরই আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়াও যাঁকে আহ্বায়ক করা হয়েছে তিনি এর আগেও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত