Ajker Patrika

নৌকায় করে ‘ধানের শীষের’ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরা 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১০: ০৩
নৌকায় করে ‘ধানের শীষের’ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরা 

নৌকায় করে বরিশালে ‘ধানের শীষের’ বিভাগীয় সম্মেলনে যাচ্ছেন আমতলী উপজেলা বিএনপির ৫ হাজার নেতা-কর্মী। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার পরিবহন মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহ্বান করে। উপায় না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা নদীপথেই আজ শুক্রবার ভোর থেকে নৌকায় করে বরিশাল যাচ্ছেন।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইঞ্জিনচালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। নৌকাগুলোতে এক থেকে দেড় হাজার নেতা-কর্মী বরিশালে যাওয়ার কথা। আজ শুক্রবার ভোররাতে নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে ছেড়ে যায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে প্রায় আড়াই হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে এসে পৌঁছান। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘বিএনপির বিভাগীয় সম্মেলন বাধাগ্রস্ত করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহ্বান করেছে। ফলে দুই দিন আগেই বাসযোগে সম্মেলনস্থলে এসেছি। আরও অনেক নেতা-কর্মী রয়েছেন, যাঁরা আজ নৌকায় করে সম্মেলনে আসবেন।’

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘কোনো বাধাই বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সব বাধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদীপথে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবেন। এরই মধ্যে অন্তত ২ হাজার ৫০০ নেতা-কর্মী সম্মেলনস্থলে এসেছেন।’

তবে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করতে নয়, বরং মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেছেন বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা। তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত