পটুয়াখালী প্রতিনিধি
দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সঙ্গে বিয়ের আগামীকাল বৃহস্পতিবার পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশে ফিরে আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ তথ্য জানান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন।
অ্যাডভোকেট আল-আমিন জানান, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে আজ দুপুরে আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের অ্যাফিডেভিট সম্পন্ন হয়।
জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি। আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিকির সঙ্গে আমার ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্ক। ওই সময়ে আমাদের বয়স না হওয়ায় বিয়ে করতে না পারলেও আজ আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের সম্মতিতে এই বিয়ে হচ্ছে এবং তাঁরাই বিয়ের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।’
ইমরানের মা মোসা. বীথি আক্তার বলেন, ‘নিকি এর আগে যখন এসেছিল তখন আমার ছেলে এবং নিকির বিয়ের বয়স হয়নি। যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে দুইবার আমাদের কাছে বিয়ের জন্য এসেছে আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। নিকির পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের সম্মতিতে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।’
দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সঙ্গে বিয়ের আগামীকাল বৃহস্পতিবার পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশে ফিরে আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ তথ্য জানান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন।
অ্যাডভোকেট আল-আমিন জানান, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে আজ দুপুরে আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের অ্যাফিডেভিট সম্পন্ন হয়।
জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি। আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিকির সঙ্গে আমার ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্ক। ওই সময়ে আমাদের বয়স না হওয়ায় বিয়ে করতে না পারলেও আজ আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের সম্মতিতে এই বিয়ে হচ্ছে এবং তাঁরাই বিয়ের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।’
ইমরানের মা মোসা. বীথি আক্তার বলেন, ‘নিকি এর আগে যখন এসেছিল তখন আমার ছেলে এবং নিকির বিয়ের বয়স হয়নি। যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে দুইবার আমাদের কাছে বিয়ের জন্য এসেছে আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। নিকির পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের সম্মতিতে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১০ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৭ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২১ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে