Ajker Patrika

ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে তরুণ খুন 

ভোলা প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২২, ১৫: ২০
ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে তরুণ খুন 

ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে খুন হয়েছেন নাহিদ (২০) নামে এক তরুণ। 

আজ রোববার সকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাহিদ ওই গ্রামের শাহে আলমের ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হানকে আটক করেছে। 

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রায়হান ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান বঁটি নিয়ে তাঁর স্ত্রীকে তাড়া করেন। তিনি জীবন বাঁচাতে দৌড়ে প্রতিবেশী নাহিদদের বাড়ির সামনে যান। নাহিদ দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করেন।

এ সময় রায়হান হাতে থাকা বঁটি দিয়ে নাহিদের ঘাড়ে কোপ দেন। আশপাশের মানুষ টের পেয়ে নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়হানকে আটক করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত