নিজস্ব প্রতিবেদক, বরিশাল
১২ হাজার টাকা ন্যূনতম বেতন নির্ধারণসহ সাত দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অপসোনিন ওষুধ কারখানা শ্রমিকেরা। এ সময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আজ শনিবার নগরীর গ্যাস্টারবাইন এলাকায় দপদপিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা বলেন, অপসোনিন ফার্মা শ্রমিকদের মাসে ৫-৬ হাজার টাকা বেতন দেওয়া হয়। নিজেদের খরচ মিটিয়ে এই অল্প টাকা দিয়ে পরিবারের ভরণপোষণ মেটানো সম্ভব নয়।
তারা বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে শ্রমিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। নানা রকম ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা হয়েছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে কোন শ্রমিক কথা বললে, তাকে কারখানা ছাঁটাই করা হয়। শ্রমিকেরা ন্যায্য দাবি আদায়ে সড়কে নেমেছে। দাবি মানা না হলে কারখানা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-বছরে দুই বার বেতনের ৫০ ভাগ বোনাস প্রদান, চাকরিতে নিয়োগের পর নিয়োগপত্র এবং পরিচয়পত্র প্রদান, আন্দোলনে জড়িত কোনো শ্রমিককে হয়রানি না করা।
সমাবেশে বক্তব্য দেন–অপসোনিন কারখানার শ্রমিক মো. রানা, খুকুমনি, তাইজুল, রাব্বি। সংহতি জানান–বাসদ জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সমন্বয়ক সুজন আহমেদ প্রমুখ।
এদিকে বাসদ নেত্রী ডা. মনীষা জানান, দুপুরে অপসোনিনের কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপক মো. সেলিম জাহাঙ্গীর, আই টি ব্যবস্থাপক মো. সুমন, মো. সাইদুর রহমানের সঙ্গে শ্রমিকদের একটি বৈঠক হয়েছে।
ওই বৈঠকে রোববারের মধ্যে শ্রমিকদের দৈনিক মজুরি ৮ ঘণ্টায় ১০০ টাকা বৃদ্ধি করা, ৭ দিনের মধ্যে ৬ মাসের বেশি কর্মরতদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু, পরিচয়পত্র প্রদান এবং ১ মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মালিকেরা আন্দোলনরত শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই বা হয়রানি না করার প্রতিশ্রুতি দেন।
তবে শ্রমিকদের দাবি ও বিক্ষোভের বিষয়ে অপসোনিন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
১২ হাজার টাকা ন্যূনতম বেতন নির্ধারণসহ সাত দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অপসোনিন ওষুধ কারখানা শ্রমিকেরা। এ সময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আজ শনিবার নগরীর গ্যাস্টারবাইন এলাকায় দপদপিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা বলেন, অপসোনিন ফার্মা শ্রমিকদের মাসে ৫-৬ হাজার টাকা বেতন দেওয়া হয়। নিজেদের খরচ মিটিয়ে এই অল্প টাকা দিয়ে পরিবারের ভরণপোষণ মেটানো সম্ভব নয়।
তারা বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে শ্রমিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। নানা রকম ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা হয়েছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে কোন শ্রমিক কথা বললে, তাকে কারখানা ছাঁটাই করা হয়। শ্রমিকেরা ন্যায্য দাবি আদায়ে সড়কে নেমেছে। দাবি মানা না হলে কারখানা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-বছরে দুই বার বেতনের ৫০ ভাগ বোনাস প্রদান, চাকরিতে নিয়োগের পর নিয়োগপত্র এবং পরিচয়পত্র প্রদান, আন্দোলনে জড়িত কোনো শ্রমিককে হয়রানি না করা।
সমাবেশে বক্তব্য দেন–অপসোনিন কারখানার শ্রমিক মো. রানা, খুকুমনি, তাইজুল, রাব্বি। সংহতি জানান–বাসদ জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সমন্বয়ক সুজন আহমেদ প্রমুখ।
এদিকে বাসদ নেত্রী ডা. মনীষা জানান, দুপুরে অপসোনিনের কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপক মো. সেলিম জাহাঙ্গীর, আই টি ব্যবস্থাপক মো. সুমন, মো. সাইদুর রহমানের সঙ্গে শ্রমিকদের একটি বৈঠক হয়েছে।
ওই বৈঠকে রোববারের মধ্যে শ্রমিকদের দৈনিক মজুরি ৮ ঘণ্টায় ১০০ টাকা বৃদ্ধি করা, ৭ দিনের মধ্যে ৬ মাসের বেশি কর্মরতদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু, পরিচয়পত্র প্রদান এবং ১ মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মালিকেরা আন্দোলনরত শ্রমিকদের অন্যায়ভাবে ছাঁটাই বা হয়রানি না করার প্রতিশ্রুতি দেন।
তবে শ্রমিকদের দাবি ও বিক্ষোভের বিষয়ে অপসোনিন কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকার চাক্তাই খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি পোলসংলগ্ন রুমঘাটার পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা মরদেহ ভাসতে দেখে পুলিশে
৩ মিনিট আগেজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ শনিবার দুপুরে যশোরে বাংলাদে
৪ মিনিট আগেসমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
১১ মিনিট আগে