Ajker Patrika

গৌরনদীতে ট্রাক খাদে পড়ে চালকসহ ১৩ জন আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৩, ১৯: ১০
গৌরনদীতে ট্রাক খাদে পড়ে চালকসহ ১৩ জন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কে গৃহস্থালির মালবাহী একটি ট্রাক খাদে পড়ে চালকসহ ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার ভোরে গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায়।

পুলিশ সূত্র ও আহত ট্রাকের যাত্রী হাবিব খান জানান, ঢাকা থেকে গৃহস্থালির মাল ও পরিবারের সদস্য নিয়ে ট্রাকে করে ঝালকাঠি নলছিটিতে যাচ্ছিলেন। পথে গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ট্রাকে থাকা ১১ জন যাত্রী ও চালক হেলপার আহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহস্থালি মালামাল খাদ থেকে উঠান হয়েছে এবং ট্রাকটি ওঠানোর চেষ্টা চলছে। তবে ট্রাকের চালক ঘুমিয়ে পড়ের কারণে দুর্ঘটনা হয়েছে কিনা তা আমরা সঠিকভাবে বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত