Ajker Patrika

‘স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮: ৩৭
‘স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা’

বোরকা পরে মুখ খোলা রেখে ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলেন স্ত্রী। এতে স্ত্রীর প্রতি অভিমানে তাঁকে ভিডিও কলে রেখে স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ তথ্য জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুজ্জামান। 

ওই যুবকের নাম রিফাত জোমাদ্দার (২২)। তিনি বরিশাল নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ফোরকান জোমাদ্দার ঢাকায় প্রাইভেট কার চালিয়ে জীবিকার্জন করেন। রিফাতের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া হলেও দুই মাস ধরে তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। 

নিহতের স্ত্রীর নাম আসমা বেগম (২০)। তিনি বরিশাল রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটিতে।

এ বিষয়ে উজিরপুর থানার ওসি তৌহিদুজ্জামান আসমা বেগমের বরাত দিয়ে বলেন, ‘বছরখানেক আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। চার-পাঁচ দিন ধরে আসমা বোরকা পরে মুখ খোলা রেখে ছবি তুলে ফেসবুকে দেন। এতে অভিমান করে শনিবার রাতে স্ত্রীকে ভিডিও কল দেন রিফাত। তখন রিফাত তাঁর স্ত্রীকে বলেন, তোমারে বিয়ের পর বাবা-মাও ভালোবাসে না, এখন তুমিও আমাকে ভালোবাসো না। এই কথা বলে উঠে দাঁড়িয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিফাত।’ 

এ ঘটনার পর আসমাসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত