Ajker Patrika

দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিক্ষার্থী, আহত ৯

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিক্ষার্থী, আহত ৯

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহতসহ আরও ৯ জন আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার লাল খাঁন এলাকার শরীফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, উপজেলার লেবুখালী থেকে একটি মাহেন্দ্রা চরগরবী ফেরি ঘাটের উদ্দেশে ৯ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। মাহেন্দ্রাটি লাল খাঁন ব্রিজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে গাছ বোঝাই একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্রা চালক মো. জয়নাল আবেদিনকে (৩৫) মৃত বলে ঘোষণা করেন। 

নিহতের বাড়ি উপজেলার দুমকি গ্রামে। তিনি আব্দুল জব্বার গাজীর বড় ছেলে। 

আহতদের মধ্যে গুরুতর আহত দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন-উপজেলা টিএনটি অফিসে কর্মরত মো. বাবুল (৫০), দুমকি গ্রামের মো. রাসেদুল ইসলাম (২০), রিতু আক্তার (১৭), মো. তৌহিদ (২০), মো. মাইনুল হোসেন (১৮), সাবিহা (২৪) ও তাঁর শিশু সন্তান আরহাম। 

দুমকি থানার ওসি মো. সালাম বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত