পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সরকারি সড়কের ইট নিজের বাড়ি নির্মাণে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে মুখ খোলে না বলে জানায় এলাকাবাসী।
কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, প্রায় এক বছর আগে ১২ শ ফুট সড়কের ইট ইউপি সদস্য সাওগাতুল আলম ছবির শিকদারের জিম্মায় রাখা হয়েছিল। এরপর ইটগুলো দিয়ে তিনি কী করেছেন তা জানা নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের অশ্রু মাস্টার বাড়ি থেকে চৌকিদার বাড়ি এবং কামাড়হাট থেকে তালুকদার বাড়ি পর্যন্ত ১২ শ ফুট ইটের সড়ক তৈরি করা হয়েছে। ওই সড়কে আগের সব ইট তুলে ট্রাক ভর্তি করে নিজের বাড়িতে নিয়ে যান সওগাতুল আলম ছগির সিকদার। তাঁর বাড়ি গিয়েও এর সত্যতা পাওয়া যায়।
ওই এলাকার দফাদার আব্দুর রহমান বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ১০ বছর আগে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) অর্থায়নে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অশ্রু মাস্টার বাড়ি থেকে চৌকিদার বাড়ি এবং কামাড়হাট থেকে তালুকদার বাড়ি পর্যন্ত ইটের সড়ক নির্মাণ করা হয়। একই সড়কে আবারও ইটের সলিং কাজ এনে পুরোনো ইটগুলো তুলে সওগাতুল আলম ছগির সিকদার ট্রাকে করে তাঁর বাড়িতে ঘর তোলার খোয়া বানিয়ে পাকা ভবন নির্মাণকাজে লাগাচ্ছেন। আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় থাকায় তাঁর এ অপকর্মের প্রতিবাদ করতে কেউ সাহস করেনি। রাস্তার বেহাল দশায় এলাকার মানুষের চলাচল ও জমির ফসল আনা-নেওয়াসহ সব কাজে বিঘ্নিত হচ্ছে। সড়কের ইট নিয়ে মেম্বারের বাড়ি নির্মাণ করার এ রকম কাজের জন্য তাঁরা বিচার চান।
স্থানীয় ইউপির সাবেক সদস্য দেলোয়ার তানভীর লাকী বলেন, ‘একজন জনপ্রতিনিধি সড়কের ইট নিয়ে নিজের বাড়ি তৈরি করেন এটা নজিরবিহীন ঘটনা। এই ইট দিয়ে অন্য কোনো স্থানে সড়ক নির্মাণ করতে পারতেন। একজন ইউপি সদস্যের এ রকম কাজ দেখে আমরা বিব্রত বোধ করছি। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে জানতে ইউপি সদস্য সওগাতুল আলম ছগির সিকদারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘সড়কের ইট নেওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। তিনি যদি এই কাজ করে থাকেন, তবে আইনবিরোধী কাজ করেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা উপপরিচালক মো. তানভীর আজকের পত্রিকাকে বলেন, সড়কের ইট নিয়ে ইউপি সদস্যের বাড়ি নির্মাণ করার কোনো সুযোগ নেই। এমন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সরকারি সড়কের ইট নিজের বাড়ি নির্মাণে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে মুখ খোলে না বলে জানায় এলাকাবাসী।
কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, প্রায় এক বছর আগে ১২ শ ফুট সড়কের ইট ইউপি সদস্য সাওগাতুল আলম ছবির শিকদারের জিম্মায় রাখা হয়েছিল। এরপর ইটগুলো দিয়ে তিনি কী করেছেন তা জানা নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের অশ্রু মাস্টার বাড়ি থেকে চৌকিদার বাড়ি এবং কামাড়হাট থেকে তালুকদার বাড়ি পর্যন্ত ১২ শ ফুট ইটের সড়ক তৈরি করা হয়েছে। ওই সড়কে আগের সব ইট তুলে ট্রাক ভর্তি করে নিজের বাড়িতে নিয়ে যান সওগাতুল আলম ছগির সিকদার। তাঁর বাড়ি গিয়েও এর সত্যতা পাওয়া যায়।
ওই এলাকার দফাদার আব্দুর রহমান বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ১০ বছর আগে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) অর্থায়নে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অশ্রু মাস্টার বাড়ি থেকে চৌকিদার বাড়ি এবং কামাড়হাট থেকে তালুকদার বাড়ি পর্যন্ত ইটের সড়ক নির্মাণ করা হয়। একই সড়কে আবারও ইটের সলিং কাজ এনে পুরোনো ইটগুলো তুলে সওগাতুল আলম ছগির সিকদার ট্রাকে করে তাঁর বাড়িতে ঘর তোলার খোয়া বানিয়ে পাকা ভবন নির্মাণকাজে লাগাচ্ছেন। আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় থাকায় তাঁর এ অপকর্মের প্রতিবাদ করতে কেউ সাহস করেনি। রাস্তার বেহাল দশায় এলাকার মানুষের চলাচল ও জমির ফসল আনা-নেওয়াসহ সব কাজে বিঘ্নিত হচ্ছে। সড়কের ইট নিয়ে মেম্বারের বাড়ি নির্মাণ করার এ রকম কাজের জন্য তাঁরা বিচার চান।
স্থানীয় ইউপির সাবেক সদস্য দেলোয়ার তানভীর লাকী বলেন, ‘একজন জনপ্রতিনিধি সড়কের ইট নিয়ে নিজের বাড়ি তৈরি করেন এটা নজিরবিহীন ঘটনা। এই ইট দিয়ে অন্য কোনো স্থানে সড়ক নির্মাণ করতে পারতেন। একজন ইউপি সদস্যের এ রকম কাজ দেখে আমরা বিব্রত বোধ করছি। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে জানতে ইউপি সদস্য সওগাতুল আলম ছগির সিকদারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘সড়কের ইট নেওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। তিনি যদি এই কাজ করে থাকেন, তবে আইনবিরোধী কাজ করেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা উপপরিচালক মো. তানভীর আজকের পত্রিকাকে বলেন, সড়কের ইট নিয়ে ইউপি সদস্যের বাড়ি নির্মাণ করার কোনো সুযোগ নেই। এমন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৮ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪১ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
২ ঘণ্টা আগে