নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে গণ্যমান্য ব্যক্তি ও নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন অভিযোগ করে দলের আহ্বায়ক বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না। সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা জনগণের প্রতি সরকারের রয়েছে।’
নাহিদ বলেন, ‘যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারব। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্য আমরা ধরে রাখব। অবশ্যই গণ-অভ্যুত্থানের সঙ্গে আপস করে, এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।’
নাহিদ আরও বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থান ও বর্তমান যাত্রা হচ্ছে, পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাচেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাব নতুন পদ্ধতি গ্রহণ করতে। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি; সেদিকে যেন আমরা যাই।’
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদ আলম মিতুসহ মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে গণ্যমান্য ব্যক্তি ও নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন অভিযোগ করে দলের আহ্বায়ক বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না। সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা জনগণের প্রতি সরকারের রয়েছে।’
নাহিদ বলেন, ‘যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারব। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্য আমরা ধরে রাখব। অবশ্যই গণ-অভ্যুত্থানের সঙ্গে আপস করে, এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।’
নাহিদ আরও বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থান ও বর্তমান যাত্রা হচ্ছে, পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাচেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাব নতুন পদ্ধতি গ্রহণ করতে। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি; সেদিকে যেন আমরা যাই।’
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদ আলম মিতুসহ মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে