Ajker Patrika

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৫২
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মিরাজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের দক্ষিণ সোনাখালী গ্রামের রক্ষাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের বাদল হাওলাদারের ছেলে। এ ঘটনায় মিরাজ হোসেনের ভাইয়ের ছেলে বেল্লাল হোসেন (২০) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিরাজ সৌদি থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন। বুধবার সন্ধ্যার পর ভাতিজা বেল্লাল হোসেনকে নিয়ে মিরাজ হোসেন সাপলেজা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় রক্ষাতলা এলাকায় বালু ড্রেজিংয়ের জন্য প্রধান সড়কের ওপর বসানো পাইপে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হক জানান, মিরাজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর মাথায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, নিহতের ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত