Ajker Patrika

হিজলায় পুলিশ ফাঁড়িতে হামলা, ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

বরিশাল ও হিজলা প্রতিনিধি
হিজলায় পুলিশ ফাঁড়িতে হামলা, ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

বরিশালের হিজলা উপজেলার শেওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদল সিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এরপর রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকার, ভ্যানচালক মনির রাঢ়ী, জাকির হোসেন, সোলায়মান, মাইনউদ্দিন, মাহফুজ ও সৌরভ সিকদার। 

শেওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজানুর রহমান পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা সকলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী। 

মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাদল সিকদারের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী হঠাৎ অতর্কিত হামলা করে। এ সময় কনস্টেবল মেহেদী হাসানকে এলোপাতাড়ি মারপিট শুরু করলে আমি তাঁদের বাধা দিতে চাইলে তাঁরা আমাকে মারপিট করে। পরে তাঁরা ফাঁড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তাঁদের এ হামলার ঘটনাটি ফাঁড়ির সিসি ক্যামেরা ফুটেজে রয়েছে।’ 

কনস্টেবল মেহেদী হাসান বলেন, ‘গতকাল মাগরিবের পরে বাজার থেকে ফাঁড়ির দিকে আসছিলাম। হঠাৎ একটি ভ্যানগাড়ি সজোরে আমাকে ধাক্কা দেয়। তাই ভ্যানগাড়ি চালকের সঙ্গে রাগারাগি করেছিলাম। এ ঘটনাটি ভ্যানচালক নেতা-কর্মীদের জানালে তাঁরা আমাকে ফাঁড়ির মধ্যে এসে মারপিট করে গুরুতর আহত করে।’ 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আজকের পত্রিকাকে বলেন, ‘হরিণাথপুরে হামলা ও পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে। এ ঘটনায় ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।’ 

এদিকে, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার বলেন, শনিবার হরিণাথপুর বাজারে স্বাধীনতা দিবস অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে ডেকোরেটরের চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামাল একটি ভ্যানে ফেরত নেওয়া হচ্ছিল। এ সময় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হরিণাথপুর ফাঁড়ির দুই পুলিশ সদস্য। তাঁদের একজনের গায়ে ভ্যানগাড়ির মালামালের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক মনির রাঢ়ীকে বেদম মারধর করেন ওই দুই পুলিশ সদস্য। পরে মনির বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসে কান্নাকাটি করে ঘটনাটি জানায়। 

চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থাকায় তখন বিপুলসংখ্যক নেতা-কর্মী দলীয় কার্যালয়ে ছিল। তারা ভ্যানচালকের মুখে নির্যাতনের কথা শুনে উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে যান। তখন ফাঁড়ির পুলিশ সদস্যদের সঙ্গে দলীয় নেতা-কর্মী ও গ্রামবাসীর বাদানুবাদ হয়। 

চেয়ারম্যান অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাত ১টার পর পুলিশ গ্রামের বাড়িতে বাড়িতে গ্রেপ্তার অভিযান চালায়। ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকার ও ভ্যানচালক মনিরসহ আওয়ামী লীগের ৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মতিউর রহমান বলেন, ‘এক ভ্যানচালকের পক্ষ হয়ে স্থানীয় একদল যুবক ফাঁড়ির মধ্যে অনুপ্রবেশ করে পুলিশের সঙ্গে অশালীন আচরণ ও ধাক্কাধাক্কি করেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত