Ajker Patrika

গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৬: ৪০
গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতার ফ্রিজ থেকে প্রায় এক মণ পচা মাংস জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে পচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার এলাকায় এ অভিযান চালান এসিল্যান্ড আবু বকর  ছিদ্দিকী। 

এ সময় জব্দকৃত পচা মাংস মাটিচাপা দেওয়া হয়। অভিযানকালে কলাপাড়া থানার এসআই আল-আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মাংস বিক্রেতা ওই এলাকার বাসিন্দা বেল্লাল মুন্সি। 

জানা যায়, সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। পরে তিনি বাসায় গিয়ে পচা মাংস দেখতে পান। এরপরই ওই পুলিশ সদস্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া এদিন শেখ কামাল সেতুতে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে আরও আটজনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আবু বকর ছিদ্দিকী জানান, ‘ওই ব্যবসায়ী পচা, দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছেন। এই অপরাধে বেল্লালকে এবং অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে আটজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত