Ajker Patrika

বরিশালের ৩ জেলায় বিএনপির ২৭ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের ৩ জেলায় বিএনপির ২৭ নেতা-কর্মী আটক

হরতাল ঘিরে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের আটক করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত বিভাগের তিন জেলায় ২৭ জন নেতা-কর্মীকে আট করা হয়েছে।

দলের পদধারী নেতা ও পদহীন কর্মীদের বাড়িতেও ব্যাপক পুলিশ অভিযান চালিয়েছে। এ তথ্য বিএনপির স্থানীয় নেতাদের। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জহির সাজ্জাদ সাংবাদিকদের জানান, গৌরনদীর যেসব নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে গেছেন, পুলিশ ওই সব বাড়িতে অভিযান চালাচ্ছে। গতকাল শনিবার রাতে পৌর শহরে ছাত্রদল কর্মী রাজীব খান ও শরিকলের আধুনা গ্রামে যুবদল কর্মী পান্না প্যাদাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীর বাসায় অভিযান চালায় পুলিশ। নগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপুর বাসায়ও তল্লাশি চালানো হয় রাতভর। টিপু এ তথ্য স্বীকার করেছেন।

এদিকে ঝালকাঠী শহরে আজ রোববার দুপুরে হরতালে পিকেটিং করার পর জেলা সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদত হোসেনের বাসায় অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। ওই তিনজনসহ শুক্রবার রাত থেকে জেলায় মোট আটক হয়েছেন ১৮ জন।

দ্বীপ জেলা ভোলা সদরে তিনজন এবং চরফ্যাশনে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের পূর্ব ইলিশা যুবদলের সহসভাপতি নুরে আলম পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম, ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, চরফ্যাশনে বিএনপির আবু তাহের ফরাজী, বাবুল ব্যাপারী, শহীদুল মাস্টার ও আলমগীর রাঢ়ি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত