নিজস্ব প্রতিবেদক, বরিশাল
হরতাল ঘিরে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের আটক করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত বিভাগের তিন জেলায় ২৭ জন নেতা-কর্মীকে আট করা হয়েছে।
দলের পদধারী নেতা ও পদহীন কর্মীদের বাড়িতেও ব্যাপক পুলিশ অভিযান চালিয়েছে। এ তথ্য বিএনপির স্থানীয় নেতাদের। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জহির সাজ্জাদ সাংবাদিকদের জানান, গৌরনদীর যেসব নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে গেছেন, পুলিশ ওই সব বাড়িতে অভিযান চালাচ্ছে। গতকাল শনিবার রাতে পৌর শহরে ছাত্রদল কর্মী রাজীব খান ও শরিকলের আধুনা গ্রামে যুবদল কর্মী পান্না প্যাদাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীর বাসায় অভিযান চালায় পুলিশ। নগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপুর বাসায়ও তল্লাশি চালানো হয় রাতভর। টিপু এ তথ্য স্বীকার করেছেন।
এদিকে ঝালকাঠী শহরে আজ রোববার দুপুরে হরতালে পিকেটিং করার পর জেলা সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদত হোসেনের বাসায় অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। ওই তিনজনসহ শুক্রবার রাত থেকে জেলায় মোট আটক হয়েছেন ১৮ জন।
দ্বীপ জেলা ভোলা সদরে তিনজন এবং চরফ্যাশনে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের পূর্ব ইলিশা যুবদলের সহসভাপতি নুরে আলম পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম, ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, চরফ্যাশনে বিএনপির আবু তাহের ফরাজী, বাবুল ব্যাপারী, শহীদুল মাস্টার ও আলমগীর রাঢ়ি।
হরতাল ঘিরে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের আটক করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত বিভাগের তিন জেলায় ২৭ জন নেতা-কর্মীকে আট করা হয়েছে।
দলের পদধারী নেতা ও পদহীন কর্মীদের বাড়িতেও ব্যাপক পুলিশ অভিযান চালিয়েছে। এ তথ্য বিএনপির স্থানীয় নেতাদের। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জহির সাজ্জাদ সাংবাদিকদের জানান, গৌরনদীর যেসব নেতা-কর্মী ঢাকার কর্মসূচিতে গেছেন, পুলিশ ওই সব বাড়িতে অভিযান চালাচ্ছে। গতকাল শনিবার রাতে পৌর শহরে ছাত্রদল কর্মী রাজীব খান ও শরিকলের আধুনা গ্রামে যুবদল কর্মী পান্না প্যাদাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীর বাসায় অভিযান চালায় পুলিশ। নগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপুর বাসায়ও তল্লাশি চালানো হয় রাতভর। টিপু এ তথ্য স্বীকার করেছেন।
এদিকে ঝালকাঠী শহরে আজ রোববার দুপুরে হরতালে পিকেটিং করার পর জেলা সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদত হোসেনের বাসায় অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। ওই তিনজনসহ শুক্রবার রাত থেকে জেলায় মোট আটক হয়েছেন ১৮ জন।
দ্বীপ জেলা ভোলা সদরে তিনজন এবং চরফ্যাশনে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সদরের পূর্ব ইলিশা যুবদলের সহসভাপতি নুরে আলম পাটোয়ারী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম, ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, চরফ্যাশনে বিএনপির আবু তাহের ফরাজী, বাবুল ব্যাপারী, শহীদুল মাস্টার ও আলমগীর রাঢ়ি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ রোববার (২৪ আগস্ট)। মনোনয়নপত্র বিতরণ চলবে আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত।
৪ মিনিট আগেরাজশাহীতে বরখাস্ত হওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পেটানোর পর পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরের হজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার সাবেক এই এসআইয়ের নাম মাহবুব হাসান (৩৫)। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের বহু অভিযোগ আছে।
৭ মিনিট আগে৫০ শয্যার এ হাসপাতালে ১৮ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১১ জন। এর মধ্যে ৫ জন অন্যত্র প্রেষণে থাকায় কার্যত মাত্র ৬ জন মেডিকেল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা। ১০ জন কনসালটেন্টের মধ্যে কর্মরত আছেন মাত্র ৪ জন। অ্যানেসথেসিয়া, সার্জারি, কার্ডিওলজি, চক্ষু, চর্ম ও যৌন, নাক-কান-গলা...
২২ মিনিট আগেজেলার স্বাস্থ্য বিভাগ জানায়, ঠাকুরগাঁওয়ে মোট ১৪৮টি কমিউনিটি ক্লিনিক আছে। এসব ক্লিনিকে সর্দি-জ্বর, আমাশয়, ডায়রিয়া, মাথাব্যথাসহ সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাধারণত বছরে তিন দফায় ওষুধ সরবরাহ করা হয়। তবে গত ডিসেম্বরের পর থেকে সদর উপজেলার ৫৯টি ক্লিনিকে কোনো ওষুধ আসেনি।
১ ঘণ্টা আগে