Ajker Patrika

শিশুদের হাত ধরে সোনার বাংলাদেশ গড়তে চাই: মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৯
শিশুদের হাত ধরে সোনার বাংলাদেশ গড়তে চাই: মেয়র সাদিক

বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধারা ’৭১ সালে ঝাঁপিয়ে পড়েছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশ আমাদের জন্য উপহার। তাই আজকের শিশুদের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ গড়তে চাই।’ 

নগরীর অশ্বিনীকুমার হলের সামনে আজ শুক্রবার দুপুরে বরিশাল জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। 

শিশু সংগঠন খেলাঘর জেলা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হক আকাশ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, প্রবীণ শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে ও শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌছিক আহমেদ রাহাত। 

এর আগে সিটি মেয়র জাতীয় পতাকা উত্তোলন ও ফেস্টুন-বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে মুরাদ খানের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত