Ajker Patrika

বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি
বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন পিরোজপুর

ঘূর্ণিঝড়ের প্রভাবে পিরোজপুরে আজ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। এতে নিম্নাঞ্চল দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। জেলার সব উপজেলাতে বিদ্যুৎ সংযোগ ও ফোন অপারেটরের মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা ভীষণ সমস্যায় পড়েছে। শুধু হাসপাতালেই নয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে আসা লোকজনও বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় নানাবিধ সমস্যায় পড়েছে। 

চারদিকে থই থই পানি, নেই বিদ্যুৎ, নেই মোবাইল ইন্টারনেট ফলে জেলার ৭টি উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ পড়েছে বেকায়দায়। এ ছাড়া জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা অনেক সমস্যায় রয়েছে। কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বাড়িতে বা প্রিয়জনের সঙ্গে। এ ছাড়া জেলার উপকূলবর্তী এলাকা মঠবাড়িয়ার মাঝেরচড়, সাপলেজা, বড়মাছুয়া, খেতাচিড়া, ইন্দুরকানী উপজেলার সঈদখালীচর, কালাইয়া, খোলপেটুয়া, ভান্ডারিয়ার তেলিখালী, ধাওয়াসহ বিভিন্ন ইউনিয়নে লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এসব এলাকায় কতটা পানি বৃদ্ধি পেয়েছে এবং ঝড়ের সর্বশেষ অবস্থা জানা অসম্ভব হয়ে পড়েছে। তবে দুপুরের পর থেকে জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। 

এদিকে জেলা প্রশাসন থেকে পিরোজপুর জেলায় ২৬০টি সাইক্লোন শেল্টার ও ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত আছে যেখানে আশ্রয় নিতে পারবে তিন লক্ষাধিক মানুষ। তাদের জন্য প্রাথমিক পর্যায়ে ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২৫০ মে. ট. চাল ও নগদ ১ লক্ষ টাকা প্রস্তুত রাখা হয়েছে। পিরোজপুর, ঝালকাঠী, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালীসহ ১৩টি জেলা এই ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ৭ উপজেলায় ৭টি এবং সদরে ২টি মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছে। পানি বৃদ্ধির কারণে পানি আটকে থাকলে কৃষি ক্ষেত্রে কিছু হয় ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 

পিরোজপুর ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী জানান, আশপাশের জেলাতেও ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। পিরোজপুরেও গতকাল ভোররাতে থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এখনো নির্দিষ্ট করে বলা অসম্ভব যে কখন আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারব। তবে খুলনা ও বরিশাল জোনের সঙ্গে এবং বাগেরহাট জেলা অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত