Ajker Patrika

৩ কেজির ইলিশ বিক্রি হলো প্রায় ১০ হাজার টাকায়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
৩ কেজির ইলিশ বিক্রি হলো প্রায় ১০ হাজার টাকায়

বরগুনার পাথরঘাটায় তিন কেজি ২০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৭৫০ টাকায়। শনিবার রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী এলাকায় ধরা পড়ে ওই ইলিশটি। 

আজ রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এ মাছটি কিনেছেন শহিদ মোল্লা নামের একজন পাইকারি মাছ ব্যবসায়ী। এদিকে বড় আকারের ইলিশটি দেখতে ঘাটে উৎসুক মানুষেরা ভিড় জমায়। 

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ট্রলার মালিক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে বলেশ্বর নদীর সুন্দরবনের কচিখালী এলাকায় মাছ শিকারে বের হই। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করা হচ্ছিল। পরে রাত ১১টার দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটি উঠে আসে। এর আগেই জালে আরও প্রায় ২০০ ইলিশ ধরা পড়ে।’ 

এ দিকে মাছটির ক্রেতা শহিদ মোল্লা বলেন, জেলে শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পরেছে বলে শুনতে পাই। পরে ঘাটে এসে মাছটি কেনার জন্য নিলামে অংশ নেই। পরে নিলামে সর্বোচ্চ দামে ১ লাখ ৩০ হাজার টাকা মণ হিসেবে ডাক দিয়ে মাছটি আমি ৯ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছি। এর থেকেও বেশি দামে বিক্রি করতে ঢাকায় মাছটি চালান করেছি।’ 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ বছর একের পর এক নিম্নচাপের কারণে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়েছে। তবে মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এই মাছটির ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত