পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় তিন কেজি ২০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৭৫০ টাকায়। শনিবার রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী এলাকায় ধরা পড়ে ওই ইলিশটি।
আজ রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এ মাছটি কিনেছেন শহিদ মোল্লা নামের একজন পাইকারি মাছ ব্যবসায়ী। এদিকে বড় আকারের ইলিশটি দেখতে ঘাটে উৎসুক মানুষেরা ভিড় জমায়।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ট্রলার মালিক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে বলেশ্বর নদীর সুন্দরবনের কচিখালী এলাকায় মাছ শিকারে বের হই। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করা হচ্ছিল। পরে রাত ১১টার দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটি উঠে আসে। এর আগেই জালে আরও প্রায় ২০০ ইলিশ ধরা পড়ে।’
এ দিকে মাছটির ক্রেতা শহিদ মোল্লা বলেন, জেলে শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পরেছে বলে শুনতে পাই। পরে ঘাটে এসে মাছটি কেনার জন্য নিলামে অংশ নেই। পরে নিলামে সর্বোচ্চ দামে ১ লাখ ৩০ হাজার টাকা মণ হিসেবে ডাক দিয়ে মাছটি আমি ৯ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছি। এর থেকেও বেশি দামে বিক্রি করতে ঢাকায় মাছটি চালান করেছি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ বছর একের পর এক নিম্নচাপের কারণে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়েছে। তবে মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এই মাছটির ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।’
বরগুনার পাথরঘাটায় তিন কেজি ২০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৭৫০ টাকায়। শনিবার রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী এলাকায় ধরা পড়ে ওই ইলিশটি।
আজ রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এ মাছটি কিনেছেন শহিদ মোল্লা নামের একজন পাইকারি মাছ ব্যবসায়ী। এদিকে বড় আকারের ইলিশটি দেখতে ঘাটে উৎসুক মানুষেরা ভিড় জমায়।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ট্রলার মালিক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে বলেশ্বর নদীর সুন্দরবনের কচিখালী এলাকায় মাছ শিকারে বের হই। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করা হচ্ছিল। পরে রাত ১১টার দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটি উঠে আসে। এর আগেই জালে আরও প্রায় ২০০ ইলিশ ধরা পড়ে।’
এ দিকে মাছটির ক্রেতা শহিদ মোল্লা বলেন, জেলে শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পরেছে বলে শুনতে পাই। পরে ঘাটে এসে মাছটি কেনার জন্য নিলামে অংশ নেই। পরে নিলামে সর্বোচ্চ দামে ১ লাখ ৩০ হাজার টাকা মণ হিসেবে ডাক দিয়ে মাছটি আমি ৯ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছি। এর থেকেও বেশি দামে বিক্রি করতে ঢাকায় মাছটি চালান করেছি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ বছর একের পর এক নিম্নচাপের কারণে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়েছে। তবে মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এই মাছটির ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।’
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৪ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৮ ঘণ্টা আগে