Ajker Patrika

কাঙ্ক্ষিত পদ পাননি, সমন্বয়হীনতার অভিযোগ তুলে বেতাগীর বিএনপি নেতার পদত্যাগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
কাঙ্ক্ষিত পদ পাননি, সমন্বয়হীনতার অভিযোগ তুলে বেতাগীর বিএনপি নেতার পদত্যাগ

বরগুনার বেতাগী উপজেলার বেতাগী পৌরসভা বিএনপির কমিটিতে অবমূল্যায়ন ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসাইন।

আজ সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র পাঠান। বিষয়টি তিনি নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে জাকির হোসাইন অভিযোগ করেছেন, পৌর বিএনপির আহ্বায়ক পদ তাঁর কাঙ্ক্ষিত পদ নয়। কমিটির মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা নিরসন করা সম্ভব না হওয়ায় তিনি এক বছরে পৌর বিএনপির আহ্বায়ক পদে থেকেও কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এ জন্য স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

জাকির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর বিএনপির সদস্যসচিব ও সদস্যরা কোনো কাজে আমাকে ডাকে না। তারা আমাকে সহযোগিতা না করে উপজেলা কমিটিকে সহযোগিতা করে। এতে আমাদের মধ্যে একটা সমন্বয়হীনতা তৈরি হয়। এভাবে আমি কমিটিতে একা হয়ে যাই। এই সমস্যা সমাধানে কয়েকবার জেলা কমিটির শরণাপন্নও হয়েছি। কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেনি। সবকিছু বিবেচনা করে আমি কমিটি থেকে সরে দাঁড়িয়েছি।’

তবে পদত্যাগের বিষয়টি জানেন না উল্লেখ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান আন্দোলনের সময়ে যখন হাজার হাজার কর্মী গুলিবিদ্ধ, তখন ওনার পদত্যাগের বিষয়টি দুঃখজনক। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তাঁর কোনো সমস্যা থাকলে তিনি যদি আমাকে জানাতেন তাহলে বিষয়টি আমি দেখতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত