নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে সম্প্রতি চুরির প্রবণতা বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সজাগ থাকলেও ধরা পড়ছিল না চোর। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামে একটি দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন এক যুবক। তিনি সেসব চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সেই যুবকের নাম মো. জিসান (৩৫)। তিনি বানারীপাড়া উপজেলার বৌশের চর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামের ইভা নার্সারির পাশে একটি দোকানের টিনের চালা খুলে চুরি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিসানকে আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জিসান নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে একাধিক চুরির কথা স্বীকার করেছে। তিনি স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি বাজারে এক রাতে ছয়টি দোকানে চুরি করেছিলেন। এ ছাড়া, পূর্বে ছারছিনা লোড় পয়েন্টের হাসানের পেট্রল দোকানে চুরির কথাও জানিয়েছেন।
জিসানের মা জানিয়েছেন, তার ছেলে হয়তো সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। আগে ঢাকায় গার্মেন্টস অপারেটর হিসেবে কাজ করত। স্ত্রীর অসুস্থতার কারণে সে তিন মাস ধরে বাড়িতে অবস্থান করছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা চোরকে আটক করতে পেরেছি। জিসান চুরির মালামাল উদ্ধারের তথ্য দিয়েছে এবং টিনের চালা খোলার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে সম্প্রতি চুরির প্রবণতা বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সজাগ থাকলেও ধরা পড়ছিল না চোর। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামে একটি দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন এক যুবক। তিনি সেসব চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সেই যুবকের নাম মো. জিসান (৩৫)। তিনি বানারীপাড়া উপজেলার বৌশের চর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামের ইভা নার্সারির পাশে একটি দোকানের টিনের চালা খুলে চুরি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিসানকে আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জিসান নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে একাধিক চুরির কথা স্বীকার করেছে। তিনি স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি বাজারে এক রাতে ছয়টি দোকানে চুরি করেছিলেন। এ ছাড়া, পূর্বে ছারছিনা লোড় পয়েন্টের হাসানের পেট্রল দোকানে চুরির কথাও জানিয়েছেন।
জিসানের মা জানিয়েছেন, তার ছেলে হয়তো সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। আগে ঢাকায় গার্মেন্টস অপারেটর হিসেবে কাজ করত। স্ত্রীর অসুস্থতার কারণে সে তিন মাস ধরে বাড়িতে অবস্থান করছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা চোরকে আটক করতে পেরেছি। জিসান চুরির মালামাল উদ্ধারের তথ্য দিয়েছে এবং টিনের চালা খোলার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১০ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে