Ajker Patrika

মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬: ১৫
মেঘনায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গোডুবি

বরিশালের হিজলা উপজেলাসংলগ্ন মেঘনা নদীর ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় ৪ হাজার বস্তা চিনিসহ কার্গো ডুবে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হিজলার কাইছমার খেয়াঘাটসংলগ্ন এলাকায় কার্গোটি ডুবে যায় বলে নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে। 

বাল্কহেড মাস্টার আবুল হাশেম বলেন, ওই কার্গোতে ফ্রেশ কোম্পানির ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানির ডিলার হোসেন ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাওয়া হচ্ছিল। 

আবুল হাশেম আরও বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশে কার্গো নিয়ে রওনা হন। রাতে চাঁদপুরে অবস্থান করে আজ ভোরে পুনরায় যাত্রা শুরু করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে মেঘনার কাইছমার ঘাট এলাকা অতিক্রমকালে ডুবোচরের সঙ্গে কার্গোটি ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় সব স্টাফ নদীতে লাফিয়ে তীরে ওঠেন। 

নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বাড়লে সেটি পুরোপুরি তলিয়ে গেছে। ভাটায় জেগে উঠলে কার্গোটি উদ্ধার করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত