Ajker Patrika

কলাপাড়ায় ১৫ হাজার মানুষ উদ্‌যাপন করছেন আগাম ঈদ

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় ১৫ হাজার মানুষ উদ্‌যাপন করছেন আগাম ঈদ

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৫ হাজার পরিবারের ১৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। আজ মঙ্গলবার সকাল আটটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে কলাপাড়ার ধানখালী ইউপির উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ পরিচালনা করেন ইমাম-হাফেজ আরিফুর রহমান। জামায়াতে সাড়ে ৩০০ মুসল্লি অংশগ্রহণ করেন।

এ ছাড়া সকাল ৮টা থেকে শুরু করে সকাল ৯টার মধ্যে উপজেলার চালিতাবুনিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, উত্তর লালুয়া মাঝিবাড়ি শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, টিয়াখালী ইউপি, নাইয়াপট্টি শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, কলাপাড়া পৌরসভা, শাফাখালী শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, তেগাছিয়া, পাঁচজুনিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, ধানখালী ইউপি, শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, চালিতাবুনিয়া, ফুলতলি বাজার শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদ, ধানখালী ইউপিসহ উপজেলার অন্যান্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে আজ ঈদ উদযাপনকারী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এই চান টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদ্‌যাপন করে আসছে।

ধানখালী ইউনিয়নের নিশানবাড়ীয়া, গণ্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছৈলাবুনিয়া, সেনের হাওড়া, কলাপাড়া পৌরসভার বাদুরতলী, নাইয়াপট্টি, মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া, সাফাখালি, চরপাড়া এবং আজিমদ্দিন গ্রামের প্রায় ৫ হাজার পরিবারের ১৫ হাজার লোক এই তরিকার অনুসারী। নামাজ শেষে পরস্পর কুশল বিনিময় শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন।

কলাপাড়া নাইয়াপট্টি এলাকার নাঈম মুন্সি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আমরা পবিত্র ঈদুল আজহা পালন করছি। পশু কোরবানিও দিয়েছি।

নিশানবাড়িয়া শাহ-সুফি মমতাজিয়া দরবার শরীফের তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগরের পশ্চিম এলাহাবাদের সিলসিলায়ে আলীয়া চিশতিয়া কাদরিয়া জাহাগিরিয়ার অনুসারী তাঁরা। তিনি আরও জানান, বংশ পরম্পরায় তাঁরা একদিন আগে ঈদ পালন করে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত