Ajker Patrika

কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিদ্যালয়ের সভাপতির পদত্যাগের ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৫৫
কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিদ্যালয়ের সভাপতির পদত্যাগের ঘোষণা

পটুয়াখালীর কলাপাড়ায় পাঞ্জাবি-টুপি নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আকন। এর আগে তাঁর বিচার চেয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ৯টায় শিক্ষার্থীরা ব্যবস্থাপনা কমিটির সভাপতির ওই মন্তব্যের প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা টুপি পরে মাঠে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা একযোগে কাজ করেন। 

শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে সভাপতি ক্ষমা চেয়ে সভাপতির পথ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা শান্ত হয় ক্লাসে ফিরে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ক্লাস চলাকালীন বিদ্যালয় পরিদর্শনে আসেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আকন ও প্রধান শিক্ষক আব্দুস সালাম। এ সময় সভাপতি একজন শিক্ষক ও ছাত্রের মাথায় টুপি ও পরনে পাঞ্জাবি দেখে পাঞ্জাবি ও টুপি পরে ক্লাসে আসতে নিষেধ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আকন বলেন, ‘ক্লাসে স্কুল ড্রেস নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল। কিন্তু টুপি প্রসঙ্গে আমার কথা বলাটা ঠিক হয়নি।’

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে সভাপতি পদত্যাগের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘খবর পেয়ে সব মহলের সঙ্গে কথা বলেছি। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত